নির্জন রাস্তায় কে যেন
গুনগুন করে
বিপর্যস্ত চিন্তায় এই সুর
পুনরায় জীবনমুখী করলো
ঘুমিয়ে যাব বলে সার্টের
খোলা বোতাম লাগিয়ে নিয়েছিলাম,
একটু পরে তীব্র শীত জাকিয়ে
বসবে; তার আগে একটু উষ্ণতা।
পুনরায় খুলে দিলাম সার্টের বোতাম;
সুরের অনুসন্ধানে গিয়ে দেখলাম
ডাস্টবিনে খাবার হাতড়ানো
ছোট্ট মেয়ে গুনগুন করছে
গানের কলি, আমি শুধালাম
কে তুই? মেয়েটা বলল
আমি জীবন, তোমাকে
বাঁচতে শিখিয়ে গেলাম।
আন্তরিক শুভকামনা প্রিয় কবি। শুভ নববর্ষ।