প্রকাশিত শব্দ শুনে যদি হারিয়ে যায় মধুর বন্ধুত্ব
তবে থাক, বোলবো না ভালোবাসি।
রাত্রির কোল থেকে মিহিদানার মতো খসে পরা স্খলিত অন্ধকার,
নির্বিকার বায়ু,
এমন কি সঙ্গমের তোপে ভেসে আসা ধ্বনি;
এর সবই না হয় আমাকে ঘিরে রবে চারপাশ।
ক্ষতি কী, এভাবেই না হয়
জীবনের পূর্ণতা কুড়িয়ে নিবো দু’হাত পেতে!।
আন্তরিক শুভকামনা প্রিয় কবি। শুভ নববর্ষ।