যা-তা

27299

মানুষ তুই ধনী হয়ে যা!
কি হবে মানুষ থেকে,
তুই বরং রঙ বেরঙ এর ফানুস ভনে যা!…
টাকার গন্ধে মাতাল হয়ে যা
জমি জিরাতে অন্ধ হয়ে যা!

মানুষ তুই (আত্ম)খুনি হয়ে যা!
তবেই তোর লেজ বাড়বে
তোষা
পোষা কুকুর বাড়বে!
মানুষ তোর মগুর হবে
সে মগুরে বাজনা বাজবে…
শুধু তুই অ মানুষ ভনে যা
মানুষ তুই ধনী হয়ে যা!

মানুষ তুই নেতা হয়ে যা
জাঁতাকলের জীবন থেকে
তুই মাথা বেচার ধান্ধা শিখে যা
মানূষ তুই যেমন করে পারিস
বনে যা যা-তা !…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “যা-তা

  1. মানুষ তুই নেতা হয়ে যা
    জাঁতাকলের জীবন থেকে
    তুই মাথা বেচার ধান্ধা শিখে যা
    মানূষ তুই যেমন করে পারিস
    বনে যা যা-তা !… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।