মানুষ তুই ধনী হয়ে যা!
কি হবে মানুষ থেকে,
তুই বরং রঙ বেরঙ এর ফানুস ভনে যা!…
টাকার গন্ধে মাতাল হয়ে যা
জমি জিরাতে অন্ধ হয়ে যা!
মানুষ তুই (আত্ম)খুনি হয়ে যা!
তবেই তোর লেজ বাড়বে
তোষা
পোষা কুকুর বাড়বে!
মানুষ তোর মগুর হবে
সে মগুরে বাজনা বাজবে…
শুধু তুই অ মানুষ ভনে যা
মানুষ তুই ধনী হয়ে যা!
মানুষ তুই নেতা হয়ে যা
জাঁতাকলের জীবন থেকে
তুই মাথা বেচার ধান্ধা শিখে যা
মানূষ তুই যেমন করে পারিস
বনে যা যা-তা !…
মানুষ তুই নেতা হয়ে যা
জাঁতাকলের জীবন থেকে
তুই মাথা বেচার ধান্ধা শিখে যা
মানূষ তুই যেমন করে পারিস
বনে যা যা-তা !…