তোমরা রাশিয়ার ইউক্রেন গ্রাস দেখছ
আমি দেখছি
নাতির চিকিৎসার জন্য
আস্তুম উল্লা
তার শেষ সম্বল টুকু বিক্রি করে দিচ্ছে,
আস্তুম নিজ দেশে উদ্বাস্তু।
ইউক্রেনের শিশুদের আলিঙ্গনে
এগিয়ে আসছে হাজার হাত
আস্তুমের নাতি বেডের অভাবে
মেঝেয় রাত যাপন করছে…
ইউক্রেনের জন্য হৃদয় ব্যথিত হচ্ছে
আস্তুমের নাতির মৃত্যুকে
নিয়তির বেশি কিছু ভাবছি না…
দূর প্রদেশের বৃক্ষের মৃত্যু
আমাদের কাঁদায়, নিজের আঙ্গিনার গাছে
জল ঢালতে অপারগ,
সৌখিন মানবিকতা আমাদেরই মানায়।
সৌখিন মানবিকতা আমাদেরই মানায়। ___ ঠিক তাই।
আমি ইউক্রেনীওদের কান্না দেখে মোটেও বিচলীত নই।
কারণ আমি আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া,
ইরাক,ইয়েমেন, বসনিয়া, আরাকান, লেবানন,
ও কাশ্মীরীও বাচ্চাদের ক্ষত–বিক্ষত লাশ ও
আহাজারি দেখতে দেখতে বড়ো হয়েছি।