এই যুগে

27879

আয় ছেলেরা আয় মেয়েরা
স্কুল কলেজে যাই,
স্কুল কলেজে গিয়ে মোরা
অ্যান্ড্রয়েড মোবাইল চালাই।

ক্লাসে না হোক লেখা পড়া
না হোক পরীক্ষা,
ফেসবুক টিকটকে দিবে মোদের
যুগোপযোগী শিক্ষা।

ফেসবুকে পাবো প্রাণের বন্ধু
টিকটকে গাইবো গান,
গুগলকে মোরা প্রশ্ন করবো
তথ্য কোথায় পান?

ইউটিউবে গুজবের ভিডিও দেখে
গ্রাম-গঞ্জ সংঘর্ষ বাঁধাবো,
ফেসবুকে গুজবের স্ট্যাটাস দেখে
অসহায় মানুষদের কাঁদাবো।

গুজব ছড়িয়ে পুড়িয়ে দিবো
প্রতিপক্ষের ঘর-বাড়ি,
ভাংচুর লুটপাট লাঠিপেটা করে
সহায়সম্বল নিবো কাড়ি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “এই যুগে

  1. আমাদেরই আশেপাশে খুবই পরিচিত এই যাপিত জীবনের চালচিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য শ্রদ্ধা ভরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

    1. শুভকামনা থাকলো দাদা। সাথে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও রইল।

  2. বাস্তবতার নিদারুণ প্রকাশ কবি দা ভাল থাকবেন

    1. শুভকামনা-সহ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল, দাদা

    1. শুভকামনা থাকলো দাদা। সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।