শৃঙ্খলা

1650

এক দলা মাটি কিংবা ইট পোড়া বাসনা
হরদম চলছে বুক পাঁজরে- অথচ মেঘ
বৃষ্টির ভয় নেই-রক্তক্ষরণে জলাশয় নদ;
মনের গভীরে ইট ভাটার অনল জ্বেলে
শান্ত হতে বল মাটির চূড়া-তারপর
অহমিকা চোখের আঙ্গুলে চিনো না
এমনকি বুঝো না- এক বিদ্বেষীর তরী
ভাসাচ্ছ রোজ- রোজ! মনের সিঁড়ি কিংবা
দেওয়াল পার্থক্য করতে পারও সহজ ভাবে,
ভাঙ্গতে পারো না মৃত্যুর শৃঙ্খলা; অতঃপর
প্রাইমারি হাইস্কুল কত রেখেছিলাম-
জ্ঞানের কোষে আওয়াজ তুল একটা শৃঙ্খলা।

২২ শ্রাবণ ১৪২৯, ০৬ আগস্ট ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “শৃঙ্খলা

  1. প্রতিটি শব্দ ভাবনার জাদুতে ভরপুর । হৃদয় ছোঁয়া, বেশ ভালো লাগলো , শুভকামনা প্রিয় কবি ।

    1. জি মহী দা অশেষ ধন্যবাদ

      ভাল ও সুস্থ থাকবেন————

  2. স্বতন্ত্র ঘরানার কবিতা। ভালো লিখেছেন প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি  মুরুব্বী দা অশেষ ধন্যবাদ

      ভাল ও সুস্থ থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।