আমি আসলেই খুব ভালো নাচতে জানি। কিন্তু উঠান বাঁকার কারণে নাচতে পারি না। আমাকে নিয়ে যারা অহেতুক ট্রল করছেন, মুখ লুকিয়ে হাসাহাসি করছেন তারা অপেক্ষা করুন। উঠান সোজা করার ব্যবস্থা করা হচ্ছে তখন দেখিয়ে দিব ভরতনাট্যমে আমি কতটুকু পারদর্শী।
আচ্ছা না হয় নাচতেই জানি না; কিন্তু নৃত্য বিষয়ে আমার জ্ঞান নিশ্চয়ই অস্বীকার করবেন না। দীর্ঘ গবেষণার পরে নৃত্য সাধক হয়েছি, কোনটা নাচ আর কোনটা নাচ নয় সে বিষয়ে ধারণা রাখি। তাই যদি নাচ নিয়ে দু এক কথা বলেই ফেলি মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে।
এই যে আমার সামনে লাফালাফি করছেন এটা নাচ নয় এটা শুধুই লাফালাফি। নাচ নামে অভিহিত করতে চাইলে আমাকে অনুসরণ করুন আমি ছাড়া আর কেউ ভালো নাচতে পারে না।
‘নাচতে না জানলে উঠান বাঁকা’ বলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এই আমি গত কয়েকদিন আগে নৃত্য শিরোমনি পদকে ভূষিত হয়েছি। তারা নাচের সমজদার; আমার খরচ মাত্র দুই হাজার সাত’শ। নাচের নোবেল আমাকে অফার করেছিল আরো হাজার দুই এক খরচ হত; কিন্তু আমি বিদ্বেষী অনেকে সুযোগের অপেক্ষায় আছে। নোবেল নিয়ে তাদের সে সুযোগ দিতে চাইনি বলেই অফার ফিরিয়ে দিয়েছি।
নৃত্য আমার জন্য কোন ব্যাপারই না উঠানের কারণে মাঝে মাঝে মার খাই বটে তবে উঠান সোজা হয়ে গেলেই বিদ্বেষীদের মুখে ঝামা ঘষে দেব।
যাপিত জীবনের অনুভব এবং বিশ্লেষণ।