সময়গুলো কী করে চুরি হয়ে যায়

আমার শৈশব সময় করে নিয়েছে চুরি
আহা আমি ছিলাম সেই বেলার আকাশের রঙিন ঘুড়ি
নাটাইয়ের সুতোয় ছিলাম না বাঁধা;
আমার শৈশব কী মনোহারি দিন, আহা সেকি ধাঁধা!

সময় নিয়ে গেল আমার গোল্লাছুট প্রহর
যেখানে বইতো শুধু দুরন্তপনার লহর;
আমার ডাংগুলি দিন,মারবেল খেলা
সব নিয়ে গেল একে একে, এখানে যে বিষাদে
পার হয় বেলা।

সময় নিয়ে গেল চুরি, আমার মায়াবী দিন
আজ এখানে কেবল বাঁধা বাঁধা, বিদঘুটে দুর্দিন;
নিয়ে গেল সময় আমার বউছি কানামাছি বেলা
আজ এখানে মনের মাঠে বসে রোজ বিরহের মেলা।

সময় নিয়ে গেল আমার সাঁতার কাটা দিনগুলো
নিয়ে গেল আমার দৌড়াদৌড়ির প্রহর যেখানে
মেঠোপথে উড়তো সুখের ধুলো;
সময় নিয়ে গেল আমার শিউলীর মালা গাঁথা ক্ষণ
আজ এখানে মহুর্মুহু কষ্ট, বদলে যায় বারবার মনের লক্ষণ।

সময় নিয়ে গেল তারুণ্য আমার, যেখানে স্বাধীনতা অবাধ
আহা জীবন যে ছিল কতই না নির্বিবাদ
আজ এখানে মনোমালিন্যের চারা রাখি নিত্য বুকে রুয়ে
কেউ দেখে না আর অভিমান অল্প ছুঁয়ে।

সময় নিয়ে গেল আমার সু সময়গুলো সেই
আজ এখানে নিয়মিত হারাই জীবনের খেই
ফুলেল প্রহরগুলো হারিয়েছি; এখানে কাঁটা ঝোপঝাড় পথ
কী করে নেই বলো ভালো থাকার শপথ।

1 thought on “সময়গুলো কী করে চুরি হয়ে যায়

  1. ফুলেল প্রহরগুলো হারিয়েছি; এখানে কাঁটা ঝোপঝাড় পথ
    কী করে নেই বলো ভালো থাকার শপথ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।