মেহমান খানায় আজ মেজবানি ভোজ,
মণ পাঁচেক ওজনের গরু জবাই-
নানা পদের আরো দশেক খাবার,
আত্মশুদ্ধি!
সমাজের বড়ো বাবুদের বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ,
সামিয়ানা টাঙানো মেহমান খানায় হরেক রকম বাতি,
লাল,নীল আলোয় আলোকিত অন্দরমহল,
গৃহকর্তা বেজায় ব্যস্ত খাতিরে,
বড়ো বাবুদের ভোজনেই যত সুখ।
বহুদূরগামী গোস্তের গন্ধ-
তবুও খোঁজ নেই বিধবা সকিনার,
গত বছর শেষবার গোস্ত খাওয়া,
মৃত স্বামীর মেজবানে!
আজো চুলোয় জ্বলেনি আগুন,
অসহায় আত্মচিৎকার।
সমাজের কথিত রীতিতে মানুষের কত ভাগ,
কতক বড়ো জাত,
কতক ছোট-অমানুষ।
আত্মার বিদায়ে মেজবান রচে-মানুষের,
তবুও উপেক্ষিত সকিনারা-
বড়ো মানুষের দরবারে,
মেজবানের গোস্তের গন্ধের পথরোধ করো-
আবদ্ধ করো সত্তারে!
সকিনারা মরে যাক,বড়োদের উল্লাসে।
আশরাফ-আতরাফে কত অসমতা,
মানুষের নাম কি?
বড়ো বাবু,
নাকি সকিনার মতো বিধবা!
4 thoughts on “অসমতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যাপিত জীবনের খুব চেনা চেনা গল্পের শব্দ-কথা পড়লাম লিখাটিতে।
এর মধ্যেও ভালো থাকুন এমনই একরাশ শুভ কামনা মি. আহমেদ হানিফ।
ধন্যবাদ ভাই।
অসাধারণ!
❤️❤️
ধন্যবাদ