পালকি

hom

গাঁয়ের পথে হঠাৎ দেখি
পালকি চলে তবে,
এমন সুন্দর পালকি এলো
কেমন করে ভবে।

খোকন সোনার ইচ্ছে ছিলো
ঘুরবে পালকি করে
পালকি বাহন হেলে দুলে
গাঁয়ের পথটা ধরে।

থেকে থেকে পালকি বাহক
দেখায় কত কিছু,
খোকন সোনার দেখার জন্য
ঘোরে পালকির পিছু।

অনেক দিনে দেখি নাই তো
গায়ের পথে পালকি,
কুসম চাচার ছোট্ট ছেলের
বিয়ে নাকি কালকি।

আধুনিক এই যুগে পালকির
প্রচলন নাই তেমন,
আগের যুগে নিত্য কাজে
প্রয়োগ হতো যেমন।

.
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
রচনাকালঃ
০৬/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “পালকি

  1. আধুনিক এই যুগে পালকির
    প্রচলন নাই তেমন,
    আগের যুগে নিত্য কাজে
    ব্যবহার হয় যেমন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1.  দারুন মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত প্রিয় কবি।।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।