চেনা শহরটা বড্ড অচেনা আজ,
পরিচিত মুখগুলো ঢেকেছে নিজেরে,
একুশটা বসন্তের বিদায় দেখেছি-
নতুনত্ব আনেনি জীবনে।
প্রত্যহ ভাবনায় ডুবি-
প্রতিশ্রুতি ভঙ্গের বিচার বসাবে শুনেছি,
ইট পাথরের দালানে বন্দিজীবন,
অচেনা মানুষের সাথে সমঝোতায় বেঁচে থাকা।
দুই কদম সামনে চলতে শত বাঁধা,
সীমান্ত প্রাচীর বেঁধেছে সভ্যজনরা,
চেনা শহরটা তাই অচেনা আজ,
আর কত এমন ভাবে চলা।
ঋতুরাজের আগমনের সময় ঘনিয়ে এলো,
শীতের বিদায়ী কাফেলায় আমি সত্তার সামিল-
নতুন কোনো জনপদে-
নতুন মানুষের বেশে একটু আশ্রয় খুঁজবো।
চেনা শহরটার মানুষগুলো আজ,
পরিচিত জেনেও চিনে না আমায়,
ক্লান্ত শরীরের ভারে আমি অসহায়-
চেনা শহরটা বড্ড অচেনা আজ।
6 thoughts on “অচেনা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার প্রকাশ
ধন্যবাদ।
চমৎকার এক অনুভব প্রকাশ কবি দা
ধন্যবাদ
ক্লান্ত শরীরের ভারে আমি অসহায় … চেনা শহরটা বড্ড অচেনা আজ।
ধন্যবাদ