আজকে পোষের শেষ দিবসে
মেলা-মিটিং যাব না
মাস্ক দেখব সবার মুখে
হাসি দেখতে পাব না
বন্ধু লেখে — পিঠে খেলাম
পাটিসাপটা, দুধপুলি… আর
তোর ঘরে কী বানিয়েছিলি?
— আমার পিঠে সোয়েটার।
ফ্যাক্টরি খুব বন্ধ, জানি
মালিক ফেরার, শ্রমিক নিঃস্ব;
মানুষ গড়ার কারখানাতেও
তালা — নতুন এমন দৃশ্য!
কিম্বা যারা লকডাউনে
বাছল দোসর আর মনমিত;
তত্ত্বে পেল স্যানিটাইজার
ফুলশয্যায় পিপিই কিট
তাই বলছি একাই থাকো
সংক্রমণের গল্প নেই
বিন-অসুখে-মরে-যাওয়া
সুখটার বিকল্প নেই
তাই বলছি একাই থাকো
সংক্রমণের গল্প নেই
বিন-অসুখে-মরে-যাওয়া
সুখটার বিকল্প নেই