মা

মনুষ্য সৃজনে তুমি চিরযৌবনা,
তোমার রক্ত মাংস খেয়েইতো মনুষ্য শিশুর আগমন,
দশ মাস দশ দিন-
এই মহাকালসম সময়ব্যাপী তোমার উদরে,
আমরা কতক জানান দিয়েছি-

মা, পৃথিবী সাজিয়ে রাখো,
আমি আসছি,
আমরা আসছি।
তুমিইতো মিথ্যা বলো,
শত ব্যথার চুপ থাকো,
অনাহারে কিংবা বঞ্চনায়,
খুব মিথ্যা বলো
কত শত!

সমাজের দু’কথা শুনে,
আবার বাবার বকুনি সয়ে,
তবুও চুপ থাকো,
তুমি মিথ্যা বলো।
আমি এত পারিনা বাপু,
মিথ্যা বলতে পারবোনা আজ,
ভালোবাসি তোমায়,
মাগো, আমৃত্যু ভালো রাখবো।

মা,
মাগো তোমাকেই ভালোবাসি।
অকৃত্রিম ভালোবাসা-
যেমনটা ঐ কষ্টের দিন গুলোতে ভালোবেসেছো,
প্রসব বেদনায় কিংবা অনাহারে।

মা,
একটু বুকে টেনে নাও,
আদর দাও সযতনে,
আদরতো তুমিই দিবে-
শুধু শ্রদ্ধা আর ভালোবাসা দিতে দিও,
যতদিন বেঁচে থাকি পৃথিবীতে।

2 thoughts on “মা

  1. মিথ্যা বলতে পারবোনা আজ,
    ভালোবাসি তোমায়,
    মাগো, আমৃত্যু ভালো রাখবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।