গল্প

আমি আজো-
নিরবে চোখের জল ফেলি,
আমাকে তুমি বুঝতে পারনি-
বা,
বুঝার চেষ্টা করনি বলে।

আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায়
এক একটা মহা কাব্য রচনা করে চলেছি,
একটা বারের জন্য তুমি পড়ে দেখনি।
দেখনি-আমার হৃদয়ের বেডরুমে
ঝুলে থাকা; সোনালী ফ্রেমে বাঁধানো;
আমার আঁকা – তোমার ছবি।

আমি আজো- স্বপ্ন দেখি
নিরবে চোখের জল ফেলে
কষ্টের গল্প লিখি।

সেই কষ্টের গল্পে;
আমি তোমাকে অনুভব করি,
অনুভব করি তোমার নিরব থাকার-
প্রতিটা নিঃশ্বাসের অনুভূতি।

আমার গল্পগুলি পড়ে দেখ,
আমার কলিজায় কতটা কষ্টের পেরেক গাথা আছে
কতটা রক্ত গড়িয়ে পড়লে চোখের জল হয়-
আমি সব বলেছি।

শুধু তুমিই বুঝলে না; কলিজা ছিড়ার কষ্ট।

এখন আমি সেই কষ্টকে পুঁজি করে
গল্প লিখি।
কারণ-
আমার জীবনটাই এখন একটা পরিপুর্ণ
গল্প।

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

11 thoughts on “গল্প

  1. গল্প শীর্ষনামায় কবিতা পড়লাম কবি মি. ফেনা। সহজ আন্তরিক কথামালা। ধন্যবাদ।

    অজস্র কবিতার ভীড়ে আমার নাভিশ্বাস উঠে গিয়েছিলো। শব্দনীড় কর্তৃপক্ষ কবিতাকে ঠিক নিরুৎসাহিত নয়; সীমিতকরণের চেষ্টা করছে। বিশেষ করে তাঁদের; যারা প্রণোদিত হয়ে লিখা প্রকাশ করার পরও পাঠক গুরুত্ব দিতে চান না। দিনের পর দিন ফেলে রেখে চলে যান অথবা একের পর এক প্রকাশ করেই চলেন। চোখের সামনে অন্যদের পোস্ট পড়ে থাকলেও শুভেচ্ছা বা মতামত জানানোর ভদ্রতা জ্ঞান রাখেন না। দুঃখ লাগে। Frown

    1. অনেক ধন্যবাদ প্রিয় কবি।

      শব্দনীড়ের চেষ্টাকে বিশেষ গুরুত্তের সাথেই গ্রহন করলাম।

      ভাল থাকবেন সতত।

  2. আমাদের প্রত্যেকের গল্পই সব বিষাদের। জীবন হয়ে উঠুক আনন্দের, ভালোবাসার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. প্রচ্ছদ আর কবিতাটি ভীষণ জীবন্ত মনে হলো ফেনা ভাই। :)

    1. অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

  4. শুধু তুমিই বুঝলে না; কলিজা ছিড়ার কষ্ট।

    ======https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অহ চারু দা অনেক দিন পর আপনাকে পেলাম। 

      কেমন আছেন আপনি???

      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।