সুশীলের ভূগোলে লিখেছি প্রবেশ নিষেধ

সুশীলের ভূগোলে লিখেছি প্রবেশ নিষেধ

আমি খ্যাতিমানদের সভা সযত্নে এড়িয়ে চলি কেননা, তাদের খ্যাতির আলোর বিচ্ছুরণে আমার ক্ষুদ্র অস্তিত্ব বড় বেশি ফ্যাকাশে লাগে। অবশ্য কুকুরেরাও আজকাল পথসভা করে, পথিমধ্যে একদল নেড়িকুকুর চালায় স্বগোত্রীয় আড্ডাবাজি। সেখানে কয়েকজন প্রভু সাজেন আর বাকিরা সব অনুগত প্রজা। আমি রাজা ও প্রজার বানানো ভূগোলে স্বেচ্ছায় লিখে দিয়েছি প্রবেশ নিষেধ।

আমি তোমাকে চিনি না আর তাকেও চিনি না এবং তোমাদের কাউকে চিনতে চাইনি বলে আমার নাম কাটা গেছে সুশীলের সংসদে। একদা সুশীল হওয়ার আগে যে পত্রিকা সম্পাদকেরা স্বইচ্ছায় ছেপে দিতে আমাকে সহজাত; আজ তারাও চোখে সেঁটে রেখেছে কালো চশমা। কালো চশমার এমনি মহিমা; সে চশমায় সকলে ভাসে না।

অথচ এ কথা কখনও কাউকে বলিনি –
এইসব সুশীলেরা একদা লেহনেই অধিক পারঙ্গম ছিল।

16 thoughts on “সুশীলের ভূগোলে লিখেছি প্রবেশ নিষেধ

  1. 'একদল নেড়িকুকুর চালায় স্বগোত্রীয় আড্ডাবাজি। সেখানে কয়েকজন প্রভু সাজেন আর বাকিরা সব অনুগত প্রজা। আমি রাজা ও প্রজার বানানো ভূগোলে স্বেচ্ছায় লিখে দিয়েছি প্রবেশ নিষেধ।'

    আপনার লিখার প্রতি সম্মান জানাই মি. সুমন আহমেদ।

    অজস্র কবিতার ভীড়ে আমার নাভিশ্বাস উঠে গিয়েছিলো। শব্দনীড় কর্তৃপক্ষ কবিতাকে ঠিক নিরুৎসাহিত নয়; সীমিতকরণের চেষ্টা করছে। বিশেষ করে তাঁদের; যারা প্রণোদিত হয়ে লিখা প্রকাশ করার পরও পাঠক গুরুত্ব দিতে চান না। দিনের পর দিন ফেলে রেখে চলে যান অথবা একের পর এক প্রকাশ করেই চলেন। চোখের সামনে অন্যদের পোস্ট পড়ে থাকলেও শুভেচ্ছা বা মতামত জানানোর ভদ্রতা জ্ঞান রাখেন না। দুঃখ লাগে। :(

    1. শব্দনীড়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কোয়ালিটি লিখা আসুক। হোক দিনে ১টি।

  2. "অবশ্য কুকুরেরাও আজকাল পথসভা করে, পথিমধ্যে একদল নেড়িকুকুর চালায় স্বগোত্রীয় আড্ডাবাজি। সেখানে কয়েকজন প্রভু সাজেন আর বাকিরা সব অনুগত প্রজা।"

     

    বাস্তব কথা। সত্য কথা। মনের কথা বলেছেন শ্রদ্ধেয় কবি সুমন দাদা। আপনাকে অজস্র ধন্যবাদ।      

    1. আপনাকেও অজস্র ধন্যবাদ লিখাটি পড়ার জন্য কবি নিতাই দা। 

  3. অসাধারণ কবিতা প্রিয় কবি সুমন আহমেদ ভাই। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. এইসব সুশীলেরা একদা লেহনেই অধিক পারঙ্গম ছিল।

     

    একদম ঠিক কথা 

     

    অনেক ভালোলাগা 

     

     

  5. খারাপ লোক আপনাকে খারাপ বলে অথবা পছন্দ করেনা। খারাপ লোক শুধু খারাপকেই ভালো বলে আর ভালোকে খারাপ বলে। খারাপরা যার সাথে থাকে, সেও ডুবে ধীরেধীরে। আপনি তো ভাগ্যবান সুমন ভাই। এটাই সংগ্রাম, এটা প্রাচীনতম যুদ্ধ।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. সুশীল সমাজ মানুষকে কিছু দেয় নি তা আমি বলবো না।তবে যা দিয়েছে তা কেবলই ধবংসের নামান্তর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।