ভালোবাসি – ২

আকাশ ছেঁচা বৃষ্টি চাই
তোমার আমার মাঝে
ভেসে যাবে বিশ্ব চরাচর

একটা ভীষণ ঝড় চাই
ঝড়ে আড়াল থাকবে না
উড়ে যাবে অহংকার, অভিমান।

হঠাৎ মেঘের ডাকে
চমকে উঠবো আর
দৌড়ে যাবো তোমার কাছে

মিশে যাবো রন্ধ্রে রন্ধ্রে
আহ্লাদে কেঁপে উঠবে পৃথিবী
লজ্জায় উছলে উঠবে নদী।

আমার একটা তুমি চাই
ছোট যতো ভুল এড়িয়ে
বুকে জড়িয়ে নিয়ে বলবে –
ভালোবাসি!

____________
রিয়া রিয়া চক্রবর্তী।

16 thoughts on “ভালোবাসি – ২

  1. আমার একটা তুমি চাই
    ছোট যতো ভুল এড়িয়ে
    বুকে জড়িয়ে নিয়ে বলবে –
    ভালোবাসি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

  2. ভালোবাসার একটি চমৎকার কবিতা প্রিয় কবি বন্ধু রিয়া রিয়া চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. চমৎকার কবিতা। অভিনন্দন কবি রিয়া চক্রবর্তী। :)

  4. "একটা ভীষণ ঝড় চাই
    ঝড়ে আড়াল থাকবে না
    উড়ে যাবে অহংকার, অভিমান।"

    উড়ে যাক, সব হিংসা অহংকার। মুক্ত হোক মানবতা।   

  5. এটা প্রেমের কবিতা। আমি প্রেম এবং কবিতা কোনটাই বুঝিনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    একটা ঝড় দরকার সব ধুলো উড়িয়ে নিতে, তারপর একটা ভারী বৃষ্টি চাই সব অবশিষ্ট জঞ্জাল ধুয়ে নাদী-পাগাড়ে ফেলতে। এরপর নির্মল শুদ্ধ পরিবেশে প্রশান্ত ভালোবাসা।

    তবে আমারও একটা তুমি চাই, যে ৭ খুন মাপ করে দিবে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    রিয়া দেবীর জয় হোক https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    1. এটা কোন কবিতাই না আসিফ আহমেদ দা। যেমন ইচ্ছে আমার খেরোপাতা। শুভেচ্ছা আপনাকে। :)

  6. আমার একটা তুমি চাই
    ছোট যতো ভুল এড়িয়ে
    বুকে জড়িয়ে নিয়ে বলবে –
    ভালোবাসি!

    মনের কথা প্রিয় কবি রিয়া দি সত্যি আমার একটা তুমি চাই।

    1. শুধু আপনার কাছে না; আমার কাছেও ভালো লাগেনি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।