ফেনার আকুতি

ফেনীল আকাশটা
কালো ধূয়াঁশায় বিবর্ণ,
আমার ফিরে আসাটায়-
কারো কিছু আসল-গেলনা।

আমি দুমড়ে মুচড়ে যাওয়া;
কাগজের ঠুংগা।
আমিত তোমাদেরই কেউ
বেঁচে থাকার আশায়-
নাকের আগায় বেঁচে থাকার ধম।

স্রষ্টার কাছে
আমি সৃষ্টির আকুল কান্নার আকুতি-
আমি এক তীল; তোমার প্রিয় হতে চাই।

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

7 thoughts on “ফেনার আকুতি

  1. পরম দয়ালূ নিশ্চয়ই আমাদের উপর সহায় হবেন। নিরন্তর শুভেচ্ছা মি. ফেনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. সুন্দর উপস্থাপনা। পাঠে মুগ্ধ হলাম।
    শুভেচ্ছা রইলো। জয়গুরু!

  3. স্রষ্টার কাছে
    আমি সৃষ্টির আকুল কান্নার আকুতি-
    আমি এক তীল; তোমার প্রিয় হতে চাই।

     এরচেয়ে অধিক কাব্য কি আর হতে পারে?
    ভা ল বা সা…

মন্তব্য প্রধান বন্ধ আছে।