তব ধোপদস্ত চুম্বনে,
মদীয় অম্ভোধি পয়স্বিনীতে
জলোচ্ছাস বয়ে গেল অতর্কিতে।
মেঘহীন বর্ষণে ভিজে গেল
মাঠ প্রান্তর।
নতুন জলপ্লাবনে
অচিরেই জেগে উঠলো সেথায়
ঘাস, দূর্বা ও অন্যান্য প্রাণের অনুরণন।
এভাবে তুমি তোমার জাদুকরী
ক্ষমতা প্রয়োগ করো
অকসর প্রিয়তমা ।
আমি চিরকাল তোমার প্রেমে,
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।
অসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
শুভকামনা।
সুন্দর উপস্থাপনা। পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক শুভেচ্ছা রইলো। জয়গুরু!
অনেক ধন্যবাদ দাদা। শুভকামনা।
অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন মি. ইসিয়াক। শুভ সকাল।
খুব করে ধন্যবাদ জানবেন।