আমার কবিতা আমার গাঁ (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ের পাশে ছোট নদী আছে,
পাখি সব গীত গায় ছোট ছোট গাছে।
প্রভাতে সোনার রবি পূবদিকে ওঠে,
রাখাল গরুর পাল নিয়ে যায় গোঠে।
গাঁয়ে আছে রাঙাপথ গ্রাম সীমানায়,
গরু ও ছাগল চরে সবুজ ডাঙায়।
রাঙাপথে গরুগাড়ি চলে সারি সারি,
রাঙাপথ চলে গেছে নদীঘাট ছাড়ি।
ফুলবনে ফুল ফুটে স্নিগ্ধ সমীরণ,
সোনার অরুণ রবি ছড়ায় কিরণ।
গাঁয়ে আছে ছোটনদী নামটি অজয়,
অজয় আপন বেগে কুলু কুলু বয়।
অজয়ের এইপারে আমাদের গ্রাম,
সেথায় জনম মোর সুখ স্বর্গধাম।
'প্রভাতে সোনার রবি পূবদিকে ওঠে, রাখাল গরুর পাল নিয়ে যায় গোঠে। অজয়ের এই পারে আমাদের গ্রাম, সেথায় জনম মোর সুখ স্বর্গধাম।' ___ চমৎকার কবিতা কবি।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সাথে থাকুন, জয়গুরু!
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সাথে থাকুন, জয়গুরু!