একটি মেয়াদোত্তীর্ণ অক্সিজেনপাইপের গল্প

জীবন থেমে আছে সময়ের মেদে; কারেন্টের জালে আটকে থাকা মাছের মতোন। স্পিনারের মতো ঘুরছে চোখ— নিঃশঙ্ক বাঁচার আকুলতায়।
তবুও চলো, হাওয়ায় দোলানো বেয়াড়া চুলের ঘ্রাণ জিইয়ে রাখি বিলের কিনারে।

বৃন্তের শক্ত বন্ধন ছিঁড়ে যাওয়া বোঁটার মতো— হৃদয় বেয়ে নেমে গেলে দুর্বোধ্য রাত। তোমার খোঁপায় গুজে রাখা নিশিগন্ধায় চেয়ে রবে যে কালের মৃত ভ্রমর; তার চোখ থেকে কেড়ে এনে স্বপ্ন— লিখে নেব আনুগত্যের নতুন ইতিহাস।

তুমি শুধু উন্মোক্ত করে দিয়ে উজ্জল ভোর, একটু কাছে এসো। আমি তোমার সিঁথি ভরে ঢেলে দেব ফের; মুঠোভর্তি সূর্যকণা।

এ কে এম আব্দুল্লাহ সম্পর্কে

কবি, সাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ: যে শহরে হারিয়ে ফেলেছি করোটি (কবিতা) / ইমেইল বডিতে সময়ের অনুবাদ (কবিতা)। ক্ষুধা ও সৌন্দর্য (উপন্যাস), টি-ব্রেকের গল্প(গল্প), শাজরাত কাঠের ক্যারাভ্যান ও আত্মার ফ্লেক্সিলোড ( কবিতা), Rat’s City Tour- (English)Story book for children.

1 thought on “একটি মেয়াদোত্তীর্ণ অক্সিজেনপাইপের গল্প

  1. তুমি শুধু উন্মোক্ত করে দিয়ে উজ্জল ভোর, একটু কাছে এসো।
    … আমি তোমার সিঁথি ভরে ঢেলে দেব ফের; মুঠোভর্তি সূর্যকণা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।