তিন লাইনের তিনটি অণুগল্প
_______________________
#
ইস! এক টাকা কম থাকার কারণে একটা গোল্ড লিফ কিনতে পারলাম না। মানিব্যাগের চিপায় তিন কয়েন মিলিয়ে সাত টাকা পেলাম।
জীবন এমন ছোট ছোট ইস-এর সমন্বয়ে কেবলি সামনে আগায়।
#
আমি আমার দুইটি প্রিয় শহর হারিয়েছি। সেখানের সম্পর্কগুলি কি আমাকে ত্যাগ করেছে, না আমি তাদের ছেড়ে এসেছি-জানি না।
এখন আমি এক মধ্যবর্তী শহরে নিজের মতো আছি।
#
আমি এক মেয়েকে ফোনে পঞ্চাশ টাকার মেয়ে বলায়, সে খুব তীব্রভাবে রিয়্যাক্ট করলো-কষ্ট পেলো, কাদলো।
আমি ইতিবাচক পথে অনুতপ্ত হৃদয় নিয়ে, নতুনভাবে তাকে অনুভবের চেষ্টা করলাম।
পরের দিন সে আমার কাছে ২০ হাজার টাকা দাবী করলো।
ইস্ !
এমন অসংখ্য সব গল্প সমাহার আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী।
ইস!
মামুন ভাই বহুদিন আপনাকে পাই নাই। সেই যে বই মেলা তারপর বহুদিন চলেগেছে বহুদিকে। মাঝে আমিও ছিলাম না বেশ কদিন, নানান জায়-ঝামেলা গেছে।
আজ এসে আপনার পোস্ট দেখে কি যে আনন্দ হল!