এক_চিলতে_আকাশ

এক_চিলতে_আকাশ

একটা প্রচন্ড মন খারাপ করা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে নীলা বারান্দায় চলে এলো। বাইরের আকাশ আর নীল মহাশূন্য ওর মনের অসীম শুন্যতাকেই যেন তুলে ধরছে। বাসার সবার থেকে এই প্রকৃতিই ওর অনেক আপন। মনের গুমোট ভাবটা একটু একটু করে কেটে যাচ্ছে। একসময় কলেজের শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিল। সেই সুবাদে নিজেরও কিছু লেখা-লেখির হাত তৈরী হয়েছে। কিন্তু সময় এখন এতোটাই বিরূপ যে, কোনো কিছুই লিখতে ইচ্ছে করে না। ইচ্ছের উৎসটাই মরে গেছে।

ইকবালের কোন জিনিসটা নীলার খারাপ লাগতো? একটা সময় ছিল, ইকবাল নামটা শুনলেই পৃথিবীর সব ভাল লাগা ওর মনে এসে জড়ো হতো।
আর এখন?

আবার মনটা খারাপ হওয়া শুরু করেছে। আকাশের দিকে তাকিয়েও এখন আর মনকে খারাপ হওয়া থেকে ফিরাতে পারছে না। এই বারান্দাটা ওর নিজের। এই বাসাটা এমন একটা জেলখানা, যার ভিতরে একচিলতে মুক্তাঙ্গন- এক চিলতে আকাশ হল এই বারান্দাটা!

মন খারাপের এক বিকেল বুকের ভিতরে নিয়ে নীলা ওর জন্য নির্ধারিত জেলখানায় ফিরে আসে। নীচে ইকবালের প্রাইভেট কারের হর্ণ শুনতে পাচ্ছে। আর কিছুক্ষণ পরেই একটা ভালবাসাহীন ভাললাগার লেনদেন করতে হবে।

#এক_চিলতে_আকাশ_অণুগল্প_৩০৯

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

3 thoughts on “এক_চিলতে_আকাশ

  1. ”ভালবাসাহীন ভাললাগার লেনদেন” https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif

    লেনদেনে ভালোলাগারো কোন দরকার পরে না ,যেখানে শুধুই দুটো চোখ পন্য বিনিময় করে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।