এই তো জীবন

এই তো জীবন

জীবনের স্রোত বহে নদীর মতন
কলকল তানে তবে গন্তব্য অজানা;
স্বপন ডানায় ঘুরে জগত কানন
সুখের আশায় সহে শত বিড়ম্বনা।
তমস বিবরে খুঁজে বেড়ায় সকাল
অভাব যন্ত্রণা সদা খেলে লুকোচুরি;
ব্যর্থতার উগ্র নৃত্যে হাসির আকাল
হৃদয়ের অতলান্তে কান্না আহাজারি।

সোনালি প্রত্যুষ দেয় যেন হাতছানি
ছুটছে জীবন, মিলে যদি সুখখান;
প্রাপ্তির খুশীতে যায় ভুলে সব গ্লানি
পতনে দলনে প্রাণ যত হোক ম্লান।
অবিরাম চলা তবু, এই তো জীবন
চাওয়া পাওয়া সেতো রয় অনুক্ষণ।

চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬।
অন্ত্যমিল:: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ

1 thought on “এই তো জীবন

  1. চতুর্দশপদী কবিতায় আপনার তুলনা আপনি স্বয়ং। মুগ্ধপাঠ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।