তিল_তিন_লাইনের_অণুগল্প

তিন লাইনের কয়েকটি অণুগল্প
__________________________

আমি আর তুমি এক হলাম।

সে এলো।

অনেকগুলি বছর পার করে যাবার বেলায় আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেলো।

#তিনলাইনের_অণুগল্প_আমি_তুমি_সে


সে সম্পুর্ণ নগ্ন হয়ে এলো আমার সামনে।
আমি তাকে প্রেমের চাদর পরিয়ে দিলাম।

ভালবাসা পুড়ে পুড়ে প্রেম হতে শরীর লাগে না কারোর।।

#তিনলাইনের_অণুগল্প_অভিসার


বাঁশঝাড়ের আড়াল থেকে যখন হেসে উঠল চাঁদ , কুয়াশার মত ঝরে পড়ছিল চাঁদেরকণা আপন ছন্দে।

মেয়েটি হেটে এলো এক আদিম জংলী ফুল হয়ে যার এলোচুলের আড়াল বুকের নো-ম্যানস ল্যান্ডকে আরো দৃশ্যমান করছিল থেকে থেকে।

বাঁশঝাড় আর চাঁদ সেদিন আর জন্মে পুরুষ হবার প্রার্থনায় কাটিয়েছিল বিনিদ্র রজনী।।

#তিনলাইনের_অণুগল্প_নিষিদ্ধ_উপত্যকা


লোকটি দাম মিটিয়ে যখন আধারে মিলিয়ে যায়, বাজারে তখনও যুবতী রাতের কোলাহল।
বেশ জমে গেছে।

প্রতিদিনই এমন এখানে।।

#তিনলাইনের_অণুগল্প_আগন্তুক


প্রতি রাতে আমি তার বুকের কালো তিলটি দেখতে চাইতাম, কোনো এক কুক্ষণে যা দেখেছিলাম ওর অগোচরে। কিন্তু কোমলে-কঠোরে মেশানো দু’টি মায়াবী চোখ আমাকে শাসিয়ে যেতো নিরবে।

সেই থেকে চলে আসা ভিতরের পশুটার সাথে বাইরের মানুষটার এক অলিখিত দ্বন্দ্ব.. চলে অনুভবের ভাংগাচুরা.. টানাপড়েন।।

#তিল_তিন_লাইনের_অণুগল্প
________________________________

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

2 thoughts on “তিল_তিন_লাইনের_অণুগল্প

  1. মাত্র তিন লাইনে গল্প তেমন জমে কিনা আমার মাথায় ছিলো না।
    এখন দেখতে পাচ্ছি তেমন ভাবে না জমলেও অনেক কথাই বলা যায়।
    কল্প শক্তির নির্ভরতা দিয়ে দেয়া যায় পাঠকের ‘পরে। গুড আইডিয়া। নট ব্যাড। :)

  2. তিন লাইনের অণুগল্পগুলি ভাল লেগেছে।
    অণুগল্প নিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা আমার পছন্দ হয়েছে। যদিও আমি নিজে তেমন একটা অণুগল্প লিখি না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।