তিন লাইনের কয়েকটি অণুগল্প
__________________________
★
আমি আর তুমি এক হলাম।
সে এলো।
অনেকগুলি বছর পার করে যাবার বেলায় আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেলো।
#তিনলাইনের_অণুগল্প_আমি_তুমি_সে
★
সে সম্পুর্ণ নগ্ন হয়ে এলো আমার সামনে।
আমি তাকে প্রেমের চাদর পরিয়ে দিলাম।
ভালবাসা পুড়ে পুড়ে প্রেম হতে শরীর লাগে না কারোর।।
#তিনলাইনের_অণুগল্প_অভিসার
★
বাঁশঝাড়ের আড়াল থেকে যখন হেসে উঠল চাঁদ , কুয়াশার মত ঝরে পড়ছিল চাঁদেরকণা আপন ছন্দে।
মেয়েটি হেটে এলো এক আদিম জংলী ফুল হয়ে যার এলোচুলের আড়াল বুকের নো-ম্যানস ল্যান্ডকে আরো দৃশ্যমান করছিল থেকে থেকে।
বাঁশঝাড় আর চাঁদ সেদিন আর জন্মে পুরুষ হবার প্রার্থনায় কাটিয়েছিল বিনিদ্র রজনী।।
#তিনলাইনের_অণুগল্প_নিষিদ্ধ_উপত্যকা
★
লোকটি দাম মিটিয়ে যখন আধারে মিলিয়ে যায়, বাজারে তখনও যুবতী রাতের কোলাহল।
বেশ জমে গেছে।
প্রতিদিনই এমন এখানে।।
#তিনলাইনের_অণুগল্প_আগন্তুক
★
প্রতি রাতে আমি তার বুকের কালো তিলটি দেখতে চাইতাম, কোনো এক কুক্ষণে যা দেখেছিলাম ওর অগোচরে। কিন্তু কোমলে-কঠোরে মেশানো দু’টি মায়াবী চোখ আমাকে শাসিয়ে যেতো নিরবে।
সেই থেকে চলে আসা ভিতরের পশুটার সাথে বাইরের মানুষটার এক অলিখিত দ্বন্দ্ব.. চলে অনুভবের ভাংগাচুরা.. টানাপড়েন।।
#তিল_তিন_লাইনের_অণুগল্প
________________________________
মাত্র তিন লাইনে গল্প তেমন জমে কিনা আমার মাথায় ছিলো না।
এখন দেখতে পাচ্ছি তেমন ভাবে না জমলেও অনেক কথাই বলা যায়।
কল্প শক্তির নির্ভরতা দিয়ে দেয়া যায় পাঠকের ‘পরে। গুড আইডিয়া। নট ব্যাড।
তিন লাইনের অণুগল্পগুলি ভাল লেগেছে।
অণুগল্প নিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা আমার পছন্দ হয়েছে। যদিও আমি নিজে তেমন একটা অণুগল্প লিখি না।