কোথায় হারাও
কোথায় যে হারিয়ে যাও …!
মাঝে মাঝে
চিলচিৎকার করে ডাকি
বস্তির ছাদ ফেটে যায়
৬৫ ডেসিবেলের বেশী শব্দাঘাতে,
পাখিরা কিচিমিচি
প্রতিবাদ করে উড়ে যায়,
রাস্তায় সারিসারি দাঁড়িয়ে পড়ে
যত উচ্ছন্নে যাওয়া গাড়ীর দল,
রাজভবনের মাথায় সটান
উঠে যায় ব্ল্যাক কম্যাণ্ডো, হাতে
আগুন বমি করা হাতিয়ার,
শুধু শুনতে পাওনা তুমি-
শুধু তুমি!
কোথায় থাকো সারাক্ষণ …
সারা বিকেল, সন্ধ্যে, রাত্রি …
কোথায় যে যাও …!
_____________________
আবৃতি করার মতো লিখা। বেশ লিখেছো প্রিয় কবি সৌমিত্র।