প্রথমা … মামুনের_অণুগল্প

মাত্র তিনটি লাইনেও একটা গল্প লেখা যায়! এদেশে আমিই প্রথম এই ধারার অণুগল্প লেখার প্রচলন করেছি। আমার নিজেরও প্রায় শ’খানিক এমন লেখা অণুগল্প রয়েছে। এটা এমন কিছু নয়, তবে এরকম তিন লাইনের একটা অণুগল্পকে আমি মাত্র তিন দিনে ৬ ফর্মার (৯৬ পৃষ্ঠার) একটা উপন্যাসে রুপ দিয়েও দেখিয়েছিলাম। ‘ঘুংগ্রু আর মেংগ্রু’ নামের আমার এই উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে জলছবি বাতায়ন থেকে বের হয়েছিলো। এটাও মাত্র তিন লাইনের একটা অণুগল্প ছিলো।
.

যাইহোক, তখন আমার লেখক জীবনের ‘স্বর্ণকাল’ ছিলো বলেই পেরেছিলাম। তখন লেখালেখিই ছিলো আমার একমাত্র ধ্যান-জ্ঞান। এরপর আরো একটি তিন লাইনের অণুগল্পকে উপন্যাসে রুপ দেবার কাজ শুরু করেছিলাম ‘প্রথমা’ নাম দিয়ে। কিন্তু এর মাঝে আমাদের আব্বাজান মারা গেলেন, তাই আর ওটা করা সম্ভব হলো না। আরো একটা কারণ ছিলো, যেটা হয়তো কখনো আমার ব্যক্তিগত স্ট্যাটাসে জানাবো।
.

তবে আজ সেই ‘প্রথমা’ নামের তিন লাইনের অণুগল্পটি আবারো শেয়ার করছিঃ-
_______________________________________________________

প্রতি রাতে আমি তাঁর বুকের কালো তিলটি দেখতে চাইতাম, কোনো এক কুক্ষণে যা দেখেছিলাম ওর অগোচরে। কিন্তু কোমলে-কঠোরে মেশানো দু’টি মায়াবী চোখ আমাকে শাসিয়ে যেতো নিরবে।

সেই থেকে ভিতরের পশুটার সাথে বাইরের মানুষটার এক অলিখিত দ্বন্দ্ব.. চলে অনুভবের ভাঙ্গাচুরা.. ভালোবাসার টানাপড়েন।।

#প্রথমা_মামুনের_অণুগল্প

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

5 thoughts on “প্রথমা … মামুনের_অণুগল্প

  1. তিন লাইনের অণুগল্প এককথায় অসাধারণ এবং অনন্য সৃষ্টি। অভিনন্দন মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা এবং ভালোবাসা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনবদ্য আর দূর্দান্ত লেখনী। শুভেচ্ছা গল্প দা।

    1. আপনার অনুভূতি আমার জন্য প্রেরণাদায়ক দিদি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

      অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. আপনি চমৎকার লেখেন মামুনভাই। কিন্তু দোষও আছে। খুব সেনসিটিভ। অল্পতেই রাগ বা অভিমান করেন। কেন? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।