বিবর্তনবাদ

বিবর্তনবাদ

চুমুর ইকুয়েশান ছেড়ে দাও
কালাশনিকভ রাইফেল দেবো উপহার
মস্তিষ্ক বরাবর আঘাত করো
এক্স ওয়াই জেড বিবর্তিত স্পার্ম

দেখ, পাল্টে গেছে নিয়মের ব্যাকরণ
ম্যাথম্যাটিকসের জটিল হিসাব
মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এর সূত্র
ফ্লেমিং ম্যাক্সওয়েল জুল ও রেসিস্ট্যান্টের সুত্র সমূহও

এবার ড্রয়িং খাতার মাঝ বরাবর ছিঁড়ে ফেল
এক অংশ নারীর অন্য অংশ পুরুষের
রাইফেল ফেলে একটা চুমু দাও
খেলার বয়স ঝরে গিয়ে মানুষের পুনরুত্থান হোক।

3 thoughts on “বিবর্তনবাদ

  1. "চুমুর ইকুয়েশান ছেড়ে দাও
    কালাশনিকভ রাইফেল দেবো উপহার।" ___ ব্রাভো কবি ব্রাভো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  2. নতুনের চমক আছে। বিদ্রোহ এবং অভীজ্ঞা। শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।