অণুগল্প : একটাই দুঃখ আমার

তেইশ বছর আগে এক মেয়ে- হ্যা, সেই সময় সে মেয়েই ছিল, নারী হয়ে উঠেনি তখনো। একটি সোফাতে কাটিয়েছিল কিছুক্ষণ। ওর শরীরের ঘ্রাণ সেই সোফাতে নিজের অজান্তে ছড়িয়ে দিয়ে, ফিরে গেলো নিজের ভূবনে।

সেই দিনটি থেকে আজো নিজের বুকের ভিতরে ভালবাসার জন্মদিন সেলিব্রেট করে আসছি! সেই পুরনো সোফায় বসে স্মৃতির কেক কাটি এক কিশোরির বুকের মৌ মৌ ঘ্রাণে আবিষ্ট হতে হতে!

দৃষ্টির জ্বলন্ত মোমবাতিকে নিভাই ওর ফেলে যাওয়া ভালোবাসার দমকা বাতাসে! সেই বাতাস- যা সেদিন ওর শরীর ছুঁয়ে ছুঁয়ে, তেইশ বছর ধরে বন্দী এই রুমের ভেতর।

সেই কিশোরি ভালবাসার জন্ম দিয়ে অন্য কারো ভালোবাসা হয়ে, কি নির্লিপ্ত ভাবেই না চলে গেলো! শুনতে কেমন লাগে, তাই না?

এখন সে একজন পরিপূর্ণ নারী! আর আমি? স্মরণের খোলা ছাদের কার্ণিশে বসে, এখনো পাগলা হাওয়ার কাছ থেকে খুঁজে ফিরি, সময়ের ঘ্রাণে মিশে থাকা আমার প্রথম প্রেম!

পুরনো একটি সোফা, বন্ধ একটি রুম, দীর্ঘ তেইশটি বছর এবং এক কিশোর- আজো ভালোবাসায় মাখামাখি হয়ে থাকে সময়ের ঘ্রাণে!

ভালোবাসা পুড়ে পুড়ে প্রেম হতে না পারার ব্যর্থতায়, অহর্নিশি জ্বালায় এক হৃদয়বানকে! সেদিনের সেই কিশোর হৃদয়বান হলেও, কিশোরী হৃদয়বতী হতে পারেনি…।।

#একটাই_দুঃখ_আমার_অণুগল্প_৪৩৬

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

7 thoughts on “অণুগল্প : একটাই দুঃখ আমার

  1. পাঠক হিসেবে আমাদেরও একই দুঃখ হয়ে থাকলো মি. মামুন। :(  … লিখাটি দারুণ।

    1. গল্পকারের দুঃখে সমব্যথী হবার জন্য ধন্যবাদ ভাইয়া।

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. গল্পটা পড়ে মনে অতৃপ্তি পেলেও অনুলিখন হিশেবে ঠিক আছে গল্প দা। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ রিয়া দিদি গল্পটি পড়ে আপনার অনুভূতি রেখে যাবার জন্য।

      শুভ কামনা আপনার জন্য।

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. এখন সে একজন পরিপূর্ণ নারী! আর আমি? স্মরণের খোলা ছাদের কার্ণিশে বসে, এখনো পাগলা হাওয়ার কাছ থেকে খুঁজে ফিরি, সময়ের ঘ্রাণে মিশে থাকা আমার প্রথম প্রেম!

    * বাহ! চমৎকার বর্ণনা শৈলী।

    বিমোহিত…

    1. আপনার সুন্দর অনুভূতি রেখে যাবার শুভেচ্ছা গ্রহণ করুন। অনুপ্রেরণা  পেলাম ভাই… আরো লেখার।

       

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. "ভালোবাসা পুড়ে পুড়ে প্রেম হতে না পারার ব্যর্থতায়, অহর্নিশি জ্বালায় এক হৃদয়বানকে!"

    চমৎকার অণুগল্প প্রিয় লেখক। শুভেচ্ছাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।