ভালো লাগার ঠিকানা আজ হারিয়ে গেছে ভেসে
ভালো থাকার গন্ধ টুকু আবছা হাওয়ায় মেশে।
একলা আমার চলা, সাথে একলা ইচ্ছেরথ
এবড়ো খেবড়ো উঁচু নীচু অচীন পুরের পথ।
নদী জলে ছলাৎ ছলাৎ, একলা নদী চলে
একটা সাঁকো আধেক গড়া, আধেক কথা বলে।
আমি জানি আমার মন, আমিই জানি আমায়
অচেনা রং যখন তখন মন খারাপে রাঙায়।
সিঁধেল চোর মাঝে মাঝেই সিঁধ কাটতে আসে
হালকা কথায় মন ভোলাতে মিথ্যে ভালোবাসে।
জীবন নদীর এপার ওপার অলীক ছবি দেখি
চলতে চলতে চমকে থেমে কত কিছুই শিখি।
মেঘের পরে মেঘ জমে,ঘনিয়ে আসুক আজ
বৃষ্টি নামুক মন উঠোনে, সকাল কিংবা সাঁঝ।
ছোট বেলার কাগজ নাও ভাসুক জমা জলে
ইচ্ছেনদী পেরিয়ে সে নাও সাগর পানে চলে।
ঝড় বাদলের দিনের পরে, সোনালি দিন দেখো
ভালোবাসার অন্য খাতে আমায় তুমি রেখো।
সত্যিই ছন্দময় লেগে গেলো কাল যাপন
অনেক শুভেচ্ছা নিবেন রিয়া দিদি————
আপনাকেয়ো শুভেচ্ছা কবিবাবু।
পরপর কয়েকটি লিখার পর আজ আপনার হাতে পদ্য-কথন। অসাধারণ হয়েছে কবিবন্ধু। শুভেচ্ছা এবং সম্মান দুটোই রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু।
ছন্দের মঞ্চে যেন স্নিগ্ধ কিছু অনুভূতির নাটকীয়তা। অপূর্ব।
ধন্যবাদ কবি আরণ্যক দা।
মেঘের পরে মেঘ জমে,ঘনিয়ে আসুক আজ
বৃষ্টি নামুক মন উঠোনে, সকাল কিংবা সাঁঝ।
* অসাধারণ …
শুভরাত্রি।
নমষ্কার কবি দা।
"সিঁধেল চোর মাঝে মাঝেই সিঁধ কাটতে আসে
হালকা কথায় মন ভোলাতে মিথ্যে ভালোবাসে।
ঝড় বাদলের দিনের পরে, সোনালি দিন দেখো
ভালোবাসার অন্য খাতে আমায় তুমি রেখো।"
বাহ! দারুণ!
