ডিজিটাল_সময়

আজকাল লিখতে গেলেই
অন্তরের ডাক শুনতে পাই-
‘ঠিকভাবে নিয়ম মেনে লিখছো তো?’
ঠিক বেঠিকের গোলকধাঁধায় অস্থির এ কোন সময়!
কেনো এমন কেউ কি বলবে আমায়?

সুবচন নির্বাসনে
নিয়মনীতি বিসর্জনে
প্রয়োজনে আমাকেও নির্বাসনে নেও!
তারপরও লিখতে দাও, বলতে দাও, শৃংখলিত অক্ষরকে মুক্তি দাও

এখন লিখতে গেলেই স্বপ্নগুলো কালো মেঘ হয়ে ধায়
পুকুরগুলো শুকনো কুয়ো যেথায় ক্রোধের আগুন জল হয়ে যায়!
কেনো লিখতে গেলেই ভালোবাসা ঘৃণার ফুল হয়ে রয়?

লিখতে গেলেই থামতে হবে?
ভাবতে হবে, বলতে হবে ফিসফিসিয়ে?
ডাইনে বামে তাকাতে হবে চোখ নামিয়ে-
এখন এমন কেনো সময়?

এখন ডিজিটাল সময়
লেখার আগে সব নীতিমালা জেনে নিতে হয়।।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “ডিজিটাল_সময়

  1. সুবচন নির্বাসনে
    নিয়মনীতি বিসর্জনে
    প্রয়োজনে আমাকেও নির্বাসনে নেও!
    তারপরও লিখতে দাও, বলতে দাও, শৃঙ্খলিত অক্ষরকে মুক্তি দাও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমার চারপাশে ঠিক এমনই অবস্থা বিরাজ করছে, অনুভব করছি আমি ভাইয়া। সেটারই সরল কথন এই লেখাটি।

      ধন্যবাদ আপনাকে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. গল্প কবিতা নিবন্ধ সাংবাদিকতা সব জায়গায় আপনি সফল প্রিয় গল্প দা মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার অনুভব আমার জন্য আনন্দ এবং প্রেরণাদায়ক দিদি!

      ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অপূর্ব নান্দনিকতার ছোঁয়া। শুভেচ্ছা মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আমার লেখা পূর্ণতা পেলো আপনার অসাধারণ অনুভবের ছোঁয়ায় প্রিয় কবিদা!

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এই সময়ে ঠিক এই জিনিসটার প্রয়োজন বেশী আমার জন্য প্রিয় ভাই।

      ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

মন্তব্য প্রধান বন্ধ আছে।