একটি অতি উত্তরাধুনিক কবিতা

ক্যানভাসার = দর্শক
…………………………

অনেক খেল দেখিয়েছ তুমি একাই
ক্যানভাসারের মতো একাই দাপিয়ে বেড়িয়েছো পুরো হাট

ফলাফল
তুমি + হাটবাজার = জিরো

ক্যানভাসার + খেলা = একাই একশো

আর বাকি যারা আছে তারা বোবা – দর্শক
শুধু হাততালি দেয়াই তাদের সার।

5 thoughts on “একটি অতি উত্তরাধুনিক কবিতা

  1. অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না … তবে ছবিটি যায়। শুভেচ্ছা প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।