সময়ের সাথে সাথে নিজের কর্মফলে মানুষ নিজ মনুষ্যত্ব হারায়। আবার কর্মগুনেই মানুষ অমরত্বও পায়।
শিহাব যখন মানুষ ছিলো, সেই সময়ের মুহুর্তগুলো মনে পড়ে। কেমন স্বাচ্ছন্দ্যে কেটে যেত দিন। যেন উদাসী গরম দুপুরে, দিঘীর জলে মাতাল সমীরের মৃদু সন্তরণ!
এখন অমানুষ পর্ব চলছে। সময়ের অসময়ের ফোড়ে, মানুষের সাথে সাথে একজন বাবাও হারিয়ে যায়। অক্ষম মানুষ সক্ষম বাবা হতে পারে কি?
এক জীবনে কেউ কেউ কিছুই হতে পারে না। জলে নিজের ছায়া। সেদিকে তাকিয়ে থাকাকালীন নিজের তিন জীবন শিহাবকে ঘিরে ধরে।
#দর্পণ_মামুনের_অণুগল্প_৫১২
"সময়ের সাথে সাথে নিজের কর্মফলে মানুষ নিজ মনুষ্যত্ব হারায়। আবার কর্মগুনেই মানুষ অমরত্বও পায়।"
___ শিহাব এর অনুভবকে সম্মান জানাই। ধন্যবাদ মি. মামুন।
ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর…

যেন উদাসী গরম দুপুরে, দিঘীর জলে মাতাল সমীরের মৃদু সন্তরণ! অসাধারণ।
দারুণ লিখা মহ. আল মামুন ভাই। শুভ নববর্ষ।
ঠিক তা-ই। ছোট লেখা হলোও অনেককিছু বোঝার আছে। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা জানাচ্ছি।
এক জীবনে কেউ কেউ কিছুই হতে পারে না। জলে নিজের ছায়া।


এক জীবনের ছায়া।