বড্ড ভালোবাসতেন তিনি
একদিন একজন
আমাকে পছন্দ করে ফের অপছন্দ করলো!
সেই থেকে রাস্তার ও মাথায়
বস্তাপচা এক প্রেমের উপন্যাস হয়ে পড়ে আছি।
রাস্তার এ মাথা-ও মাথা কতটা দূর?
দূরত্বটুকু পার হতে ধুঁকছে বিষণ্ন প্রহর
আমার নগরের আকাশে বাতাসে ভেসে বেড়ানো দীর্ঘশ্বাসের ঝাঁঝালো সময়
বড্ড উষ্ণ
হৃদয় নিংড়ে বের হওয়া বলেই.. হয়তো!
কাজের অবসরে
চলার পথে কিংবা বাসের ভিড়ে
কখনও মনে হয়
বড্ড ভালোবাসতাম তোমায়!
কবিতায়ও আপনি আপনার গল্পের মতো সমান স্বচ্ছন্দ। অভিনন্দন গল্প দা।
ধন্যবাদ রিয়া দিদি। তবে কবিতা আমাকে ভীষণ টানলেও আমি সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করিনা লিখতে গিয়ে।
শুভেচ্ছা আপনার জন্য।
"কাজের অবসরে, চলার পথে কিংবা বাসের ভিড়ে
কখনও মনে হয় … বড্ড ভালোবাসতাম তোমায়!"
শুধু শুধু বড্ড ভালোবাসতেনই না তিনি বড্ড ভালো লোকও ছিলেন। ( কিডিং )
জি ভাইয়া, তিনি আসলেই বড্ড ভালো লোকও ছিলেন। তাই ভালোবাসা আপনাতেই তাকে কেন্দ্র করে আবর্তন করেছে।
অনেক ধন্যবাদ আপনাকে।

দারুণ মহ. আল মামুন ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কবিদা'।
শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর…
