আমরা এমন কেন
স্রষ্টা সত্য গুরু সত্য
সত্য পিতা মাতা,
কুরআন সত্য বাইবেল সত্য
সত্য আমার গীতা।
জন্ম সত্য মৃত্যু সত্য
শর্ত দিয়ে সৃষ্টি,
তবু করি অসৎ কর্ম
চোখে রাখি কুদৃষ্টি।
আগুন সত্য পানি সত্য
পাহাড় সত্য, সত্য নদীনালা,
আকাশ সত্য পাতাল সত্য
শুধু অন্তরে হিংসার জ্বালা।
খুব সুন্দর উপস্থাপনা।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । আশা করি ভালো থাকবেন।
প্রকৃতির সবই সত্য । শুধু আমিই মিথ্যা!
ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
সবার উপর মানুষ সত্য। তাহার উপরে নাই। জানিনা কোথায় শুনেছিলাম মনে না থাকলেও কথা সত্য। শুভেচ্ছা নিতাই বাবু।
"সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই" এখন হছে তার উল্টো । এখন আর মানুষ মানুষের জন্য এমন ভালোবাসা নেই দাদা।
অন্তরের হিংসার জ্বালা দূর করতে পারলে আমরা সত্যিকারের মানুষ হতে পারবো বলে মনে হয় নিতাই দা। শুভেচ্ছা।
আপনাজেও শুভেচ্ছা শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন ।
সত্য।
কিছুসংখ্যক হিংসুটে মানুষ দেখে এইরকম লেখার সূত্রপাত শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন।