বিবর্ণ নিঃসঙ্গতায়
সম্পর্কটা মিলির সাথে যেদিন ভেঙ্গে গেলো, সেদিনও হলুদ পাতারা ঝরে পড়ছিলো। একপশলা বৃষ্টি অসময়ে সামনের সব কিছু দৃষ্টিতে ‘স্লিপি’ এবং বড্ড চকচকে করে দিয়ে গেলো।
দূরের গাছ তিনটি ছাড়িয়ে আরো দূরের ঝাপসা সবুজের পানে চেয়ে থাকা যুবকটির হৃদয় চিরে যাচ্ছিল.. বুক পুড়ে মন নিজেই ক্ষয়ে ক্ষয়ে গলন্ত মোম হয়ে নিজেকেই জ্বালিয়ে চলেছিল!
প্রত্যাখ্যাত প্রেম হলুদ পাতার বিবর্ণতায় ভেসে ভেসে, চরম জিঘাংসাকে বুকে নিয়ে ভালোবাসার এক পশলা বৃষ্টিস্নাত কোমলতায় ডুবে ডুবে শেষে স্বাভাবিক হলো এক বিষণ্ন পাতা ঝরার দিনে।
চমৎকার লিখন মি. মামুন। শব্দনীড় এর পাশে থাকার জন্য অভিনন্দন রইলো।
ধন্যবাদ প্রিয় ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর…

বিবর্ণ নিঃসঙ্গতায়ও ভাল থাকুন প্রিয় গল্প দা।
জি, ইনশা আল্লাহ। আপনিও অনেক ভালো থাকুন। ধন্যবাদ রিয়াদি'

শুভেচ্ছা মহ. আল মামুন ভাই।
আপনাকেও শুভেচ্ছা প্রিয় সৌমিত্র দাদা।
