একদিন ওভারব্রিজে
একদিন এক কুকুরকে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে দেখি। অবাক হই না। সে নিয়ম মেনেছে। গুড। মনটা আনন্দে ভরে উঠে।
মানুষেরা কী ভয়ংকরভাবে চার লেন রাস্তার ডিভাইডারগুলো টপকে, কত অবলীলায় ওপারে চলে যায়! অবাক হই। তারা নিয়ম ভেংগেছে। ব্যাড। বিষণ্ন হয়ে উঠে মন।
ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি। একা।
কিছুক্ষণ পর আমরা দুই কুকুর হেঁটে হেঁটে ওভারব্রিজের সিঁড়ি ভেংগে ওপারের মানুষের মাঝে নিরবে হারাই। তবুও আমাদের দেখা যায়। নিয়ম মানা দুই কুকুর হাজারো মানুষের ভিড়ে পথ চলে.. নিঝুম নিমগ্ন সুখে।।
অনিরাপদ এবং ভবিষ্যতহীন জীবনে বোধকরি ওরাই বেশী সুখি। অন্তত আমাদের চেয়ে।
জি ভাইয়া। সহমত আপনার সাথে। অনেক ধন্যবাদ।

ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি। একা। … এখানেই বিষণ্নতা মহ. আল মামুন ভাই।
জি কবিদা' ওখানেই বিষন্নতা। শুভেচ্ছা রইলো।

পরম নিঃসঙ্গতা। শুভেচ্ছা প্রিয় গল্প দা।
ধন্যবাদ প্রিয় রিয়াদি'
শুভেচ্ছা আপনাকেও

* এক অনবদ্য রচনা…
ধন্যবাদ প্রিয় দিলওয়ার ভাই। শুভেচ্ছা
