অণুগল্পঃ একদিন ওভারব্রিজে

একদিন ওভারব্রিজে

একদিন এক কুকুরকে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে দেখি। অবাক হই না। সে নিয়ম মেনেছে। গুড। মনটা আনন্দে ভরে উঠে।

মানুষেরা কী ভয়ংকরভাবে চার লেন রাস্তার ডিভাইডারগুলো টপকে, কত অবলীলায় ওপারে চলে যায়! অবাক হই। তারা নিয়ম ভেংগেছে। ব্যাড। বিষণ্ন হয়ে উঠে মন।

ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি। একা।

কিছুক্ষণ পর আমরা দুই কুকুর হেঁটে হেঁটে ওভারব্রিজের সিঁড়ি ভেংগে ওপারের মানুষের মাঝে নিরবে হারাই। তবুও আমাদের দেখা যায়। নিয়ম মানা দুই কুকুর হাজারো মানুষের ভিড়ে পথ চলে.. নিঝুম নিমগ্ন সুখে।।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “অণুগল্পঃ একদিন ওভারব্রিজে

  1. অনিরাপদ এবং ভবিষ্যতহীন জীবনে বোধকরি ওরাই বেশী সুখি। অন্তত আমাদের চেয়ে। 

  2. ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি। একা। … এখানেই বিষণ্নতা মহ. আল মামুন ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।