মুখোশ
পৃষ্ঠপ্রদর্শন করতে করতে উঠে আসে ছেলে ~
বাবা বলে দিয়েছে, যেদিকে আমার মুখ
তার বিপরীতে থাকবি।
পিতার অন্ধ ভক্ত,
অক্ষরে অক্ষরে তাঁর নির্দেশ পালন করে যায়।
বাবার পয়সায় খায় পড়ে, সাধনা করে
অন্যরা কে কি ভাবল তাতে কিছু আসে যায় ?
খানিকটা একরোখা আর বদমেজাজীর মুখোশে আছে।
চমৎকার লিখেছেন প্রিয় কবিবন্ধু।
সুন্দর কবি বোন।
অনেক অনেক শুভেচ্ছা কবি দি।