জীবন_একা_থাকা_মামুনের_অণুগল্প

লেখকেরা কখনও কখনও ‘মৃত লেখকজীবন’ রোগে আক্রান্ত হন। তখন একটা শব্দও আর নিজের মতো লেখা সম্ভব হয় না। শব্দ উঁকি দিলেও সামনে আসেনা কিংবা অনুভবের ক্রম অনুসারে নিজ নিজ জায়গা দখল করে না।

এসময় পুরনো লেখাগুলি থেকে নিজের প্রিয় গল্পগুলি আবার পোষ্ট করা যেতে পারে। নিজেই নিজের লেখা পড়ে আবারও নতুন করে লিখতে শুরু করা।
________________________________________________

‘এই বসন্তে তুমি ভালো থেকো’ কাব্যগ্রন্থটি মিলিকে এনে দিয়েছিলো বইমেলা থেকে। দু’টি বই-ই কবিতার। মেলায় গিয়ে একেবারে খালি হাতে আসবে? তাই… নেয়া। ওর একটি এখন হাতে মিলির।

বিকেল বেলাটা মিলি বাবুদেরকে নিয়ে ব্যস্ত। সবসময়েই। এভাবেই দেখছে সে। বারান্দার বাইরেটা বাউরি বাতাসে উন্মাতাল।

এখন তো বসন্ত। মন নিরবে বলে। মিলির চুল উড়ছে। বাতাসে। বারান্দায় আসে শিহাব। মিলি তাকায় একপলক শিহাবের দিকে। আরেক পলক হাতের বইটির দিকে। এরপর আবার.. ওর নিজের দিকে। আপন মনে। একা একা।

ফিরে আসে শিহাব। ড্রইং রুমে। শিহাব ও.. একা একা।
দীর্ঘশ্বাস.. লুকাতে চায় কি?

মিলি কি চায়? শিহাব কি জানে?
একসাথে থাকার আজ কতগুলি বছর পার হলো.. ভাবে একবার। মনের একটা অংশ সংখ্যাগুলিকে অদৃশ্য ডিসপ্লেতে দেখালেও, অপর অংশটুকু বিস্ময়কর ভাবে নিশ্চুপ থাকে। নির্লিপ্ততা? অনাগ্রহ?

হবে হয়তো।
শেষে.. সম্পূর্ণ মনের মালিক শিহাব আগ্রহ হারায়। কবিতার ভিতর হারিয়ে যেতে যেতে মাত্র একবার নিজেকে ছোট্ট একটি প্রশ্ন করে,
-আজ মিলিকে নিয়ে পড়লে যে বড়?

মিলি বারান্দায় বসে নীলাভ মেঘগুলির দ্রুত আকাশটিকে দখল করাটা দেখছিলো.. মানুষটা এসেও বসলো না একটু.. পাশে। বসতে পারতো তো?
– ডেকেছিলে কি? তুমিও তো.. পারতে.. ডাকতে?

মনের প্রশ্নে কিছুই হয়না মিলির। এতগুলি বছর একসাথে কাটিয়েও কেনো এতো ডাকাডাকি? এই অনুভবটুকু জাগে কেবল। সে কি চায়, শিহাব কেনো আজও বুঝে না!?
-তুমি বুঝো?

একঝলক উন্মাতাল বাতাস চোখে-মুখে ঝাঁপিয়ে পড়ায় চোখ বুজে আসে মিলির। তাই মনকে চোখ রাঙ্গাতে পারে না। চোখ খুলবার আগেই ভিতরের রুম থেকে শিহাবের ভিতরের অন্য আরেক শিহাবের উদাত্ত গলার আওয়াজ ভেসে আসে,

” আমাকে ছুঁতে পারোনি তুমি কখনও, আমিও না তোমাকে,
একটু উষ্ণতার আশায় ত্রিশ বছর কাটিয়ে অবসন্ন আমি
এখন স্মৃতির উঠোনে দাঁড়িয়ে ছুঁয়ে দেই তোমাকে কারণে
অকারণে, এসবে আর কারো কিছুই যায় আসেনা এখন!” *

দুই বাবু ওদের বাবার গলার আওয়াজ পেতেই এক ছুটে ভিতরের রুমে।
মিলি সেই একা একা। নিজের ঘরের ভিতরে বাহিরে..সর্বত্র.. একা একা।

দমকা বাতাস মিলির চুল নিয়ে খেলা করে। ওকে ছুঁয়ে যায়.. উষ্ণ করে? বাতাস কি শিহাবের হাত? যাদুকরী!

মিলিরা একা একা.. শিহাবরা থেকেও?

জীবন কি তবে অনুভূতির ভাঙ্গাচুরা খেলায় যার যার ভূমিকায় অভিনয় করার এক প্ল্যাটফরম!
হয়তো..।

এইতো জীবন।
সবাইকে নিয়েও একা থাকা?

_________________________________________
* কবিতা: ত্রিশ বছর পর- কাব্যগ্রন্থ: এই বসন্তে তুমি ভালো থেকো
কবিঃ নাসির আহমেদ কাবুল

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “জীবন_একা_থাকা_মামুনের_অণুগল্প

  1. "লেখকেরা কখনও কখনও ‘মৃত লেখকজীবন’ রোগে আক্রান্ত হন। তখন একটা শব্দও আর নিজের মতো লেখা সম্ভব হয় না। শব্দ উঁকি দিলেও সামনে আসেনা কিংবা অনুভবের ক্রম অনুসারে নিজ নিজ জায়গা দখল করে না।

    এসময় পুরনো লেখাগুলি থেকে নিজের প্রিয় গল্পগুলি আবার পোষ্ট করা যেতে পারে। নিজেই নিজের লেখা পড়ে আবারও নতুন করে লিখতে শুরু করা।"

    এমন পার্টিসিপেশন বা রিমেক প্রত্যেক লিখকেরই করা উচিত মি. মামুন। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. লিখাটি আমার সুপরিচিত। দারুণ মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. জি কবিদা'। পুরনো লেখা এটি। ধন্যবাদ আপনাকে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. বর্ণনা ভীষণ প্রাণবন্ত। যেটা আপনার লেখায় বরাবরই পাই প্রিয় গল্প দা। :)

    1. ধন্যবাদ রিয়া দিদি। আপনার অনুভব প্রেরণাদায়ক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি, এখন বসন্ত। আপনি কি অনুভব করেন?

      ধন্যবাদ। স্বাগত আমার ব্লগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

মন্তব্য প্রধান বন্ধ আছে।