অণুগল্পঃ আ লিটল বিট টেন্সড্

আ লিটল বিট টেন্সড্

আমার আশেপাশে হাজারো চরিত্র। এদের হৃদয়ের অনুভূতির ব্যবচ্ছেদ করে চলি কী-বোর্ডে দ্রুত সঞ্চরণশীল আঙ্গুলের দ্বারা। কখনো আনন্দিত হই, হরিষে বিষাদময় প্রহরগুলিতে নিজেও ডাউনমুডে থাকি, রোমান্টিসিজমের অতলে ডুবে ডুবে মুক্তো খুঁজে বেড়াই… এভাবে সময়ের বুক থেকে সকল সময় নিরন্তর বয়ে যেতে থাকে আমার।

কিন্তু নিজের একান্ত কাছের চরিত্রগুলির মাঝে আমি বড্ড অসহায় বোধ করি। কেন যেন মনে হয় তাদেরকে ঠিকভাবে আমার হৃদয়ে আঁকতে পারলাম না… কাছের সম্পর্কগুলির সঠিক যত্ন নেয়া হলো না.. সময়ও বেশী নাই আর।

এখন জীবন এক বৃহস্পতিবার থেকে পরবর্তী বৃহস্পতিবারকে ঘিরে ক্রমাগত সংকোচন-প্রসারনের ভেতরেই সীমাবদ্ধ। শুক্রবারটা কিভাবে যেন জীবন থেকে উবে যায়… মুহুর্তে গায়েব হয়ে যাবার মতো।

আর কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগাগুলিও মন্দ লাগাদের মাঝে হারিয়েছে। খুঁজে ফিরিয়ে আনার উৎসাহও মরে যাচ্ছে।

ধুত্তুরি! কিছুই ভালো লাগে না আমার।

শেষ হয়ে যাক এ জীবন… Am a little bit tensed.

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “অণুগল্পঃ আ লিটল বিট টেন্সড্

  1. "রোমান্টিসিজমের অতলে ডুবে ডুবে মুক্তো খুঁজে বেড়াই… এভাবে সময়ের বুক থেকে সকল সময় নিরন্তর বয়ে যেতে থাকে আমার।"

    হতশা নয় মি. মামুন। ফেস এ্যানার্জীতে ফুরফুরে থাকুন অহোরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সময়ের সাথে রেসে আমি বার বার পিছিয়ে পড়ছি ভাইয়া, তবে সাময়িক থেমে গেলেও আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছি। 

      আপনার শুভকামনাটুকু ইশ্বর কবুল করুন। ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার দোয়া ইশ্বর কবুল করুন। ধন্যবাদ দিদি।

      শুভেচ্ছা..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুস্থ্য এবং সুন্দর থাকুক আপনার চারপাশ মহ. আল মামুন ভাই।

    1. আপনার আশীর্বাদ কবুল হোক প্রিয় কবি দাদা। শুভেচ্ছা..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।