আ লিটল বিট টেন্সড্
আমার আশেপাশে হাজারো চরিত্র। এদের হৃদয়ের অনুভূতির ব্যবচ্ছেদ করে চলি কী-বোর্ডে দ্রুত সঞ্চরণশীল আঙ্গুলের দ্বারা। কখনো আনন্দিত হই, হরিষে বিষাদময় প্রহরগুলিতে নিজেও ডাউনমুডে থাকি, রোমান্টিসিজমের অতলে ডুবে ডুবে মুক্তো খুঁজে বেড়াই… এভাবে সময়ের বুক থেকে সকল সময় নিরন্তর বয়ে যেতে থাকে আমার।
কিন্তু নিজের একান্ত কাছের চরিত্রগুলির মাঝে আমি বড্ড অসহায় বোধ করি। কেন যেন মনে হয় তাদেরকে ঠিকভাবে আমার হৃদয়ে আঁকতে পারলাম না… কাছের সম্পর্কগুলির সঠিক যত্ন নেয়া হলো না.. সময়ও বেশী নাই আর।
এখন জীবন এক বৃহস্পতিবার থেকে পরবর্তী বৃহস্পতিবারকে ঘিরে ক্রমাগত সংকোচন-প্রসারনের ভেতরেই সীমাবদ্ধ। শুক্রবারটা কিভাবে যেন জীবন থেকে উবে যায়… মুহুর্তে গায়েব হয়ে যাবার মতো।
আর কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগাগুলিও মন্দ লাগাদের মাঝে হারিয়েছে। খুঁজে ফিরিয়ে আনার উৎসাহও মরে যাচ্ছে।
ধুত্তুরি! কিছুই ভালো লাগে না আমার।
শেষ হয়ে যাক এ জীবন… Am a little bit tensed.
"রোমান্টিসিজমের অতলে ডুবে ডুবে মুক্তো খুঁজে বেড়াই… এভাবে সময়ের বুক থেকে সকল সময় নিরন্তর বয়ে যেতে থাকে আমার।"
হতশা নয় মি. মামুন। ফেস এ্যানার্জীতে ফুরফুরে থাকুন অহোরাত্রি।
সময়ের সাথে রেসে আমি বার বার পিছিয়ে পড়ছি ভাইয়া, তবে সাময়িক থেমে গেলেও আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছি।
আপনার শুভকামনাটুকু ইশ্বর কবুল করুন। ধন্যবাদ।

চমৎকার সুন্দর লিখেছেন।
পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা…
সব ছাপিয়ে ভাল থাকুন প্রিয় গল্প দা।
আপনার দোয়া ইশ্বর কবুল করুন। ধন্যবাদ দিদি।
শুভেচ্ছা..

সুস্থ্য এবং সুন্দর থাকুক আপনার চারপাশ মহ. আল মামুন ভাই।
আপনার আশীর্বাদ কবুল হোক প্রিয় কবি দাদা। শুভেচ্ছা..
