ঘ্রাণ নিবে না নাক উল্লাসে
চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;
তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব –
ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল।
তোমার যখন ঘনঘটা মেঘ জমবে- ছিদ্রমহ আকাশে
ঠিক তখন অবসানে নতুনত্ব ঘোরান্ধকারে বিতর্ক
খেলা করবে দীর্ঘশ্বাস কিংবা উলঙ্গ সাধুসঙ্গ;
পরিবেশের চারপাশ নর্দমার মতো ঘৃণা করবে
অথচ সমস্ত ধ্বংসের নি পাথ টুকু তোমার কারণ
উজ্জ্বলিত হবে -ঠিক বিতর্কের মাটির ধূসর গন্ধ
আপাত মস্ত জুড়ে কেহ ঘ্রাণ নিবে না নাক উল্লাসে।
২৯ ফাল্গুন ১৪২৫, ১৩ মার্চ’১৯
———————————
চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;
দুয়েকটি টাইপো যদিও থাকে তারপরও কবিতার প্রয়াস আপনার চমৎকার।
চমৎকার সুন্দর লিখেছেন।
ভাল লিখেছেন প্রিয় কবিবাবু।
তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব —
ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল ।
নান্দনিক উপস্থাপন কবি বন্ধু আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা নিন।
কবিতার বক্তব্য আমার কাছে ভীষণ গম্ভীর আর কঠিন লেগেছে কবি লিটন ভাই।