ঘ্রাণ নিবে না নাক উল্লাসে

ঘ্রাণ নিবে না নাক উল্লাসে

চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;
তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব –
ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল।

তোমার যখন ঘনঘটা মেঘ জমবে- ছিদ্রমহ আকাশে
ঠিক তখন অবসানে নতুনত্ব ঘোরান্ধকারে বিতর্ক
খেলা করবে দীর্ঘশ্বাস কিংবা উলঙ্গ সাধুসঙ্গ;

পরিবেশের চারপাশ নর্দমার মতো ঘৃণা করবে
অথচ সমস্ত ধ্বংসের নি পাথ টুকু তোমার কারণ
উজ্জ্বলিত হবে -ঠিক বিতর্কের মাটির ধূসর গন্ধ
আপাত মস্ত জুড়ে কেহ ঘ্রাণ নিবে না নাক উল্লাসে।

২৯ ফাল্গুন ১৪২৫, ১৩ মার্চ’১৯
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “ঘ্রাণ নিবে না নাক উল্লাসে

  1. চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
    মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;

    দুয়েকটি টাইপো যদিও থাকে তারপরও কবিতার প্রয়াস আপনার চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব —

    ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল ।

    নান্দনিক উপস্থাপন কবি বন্ধু আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

  3. কবিতার বক্তব্য আমার কাছে ভীষণ গম্ভীর আর কঠিন লেগেছে কবি লিটন ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।