এই অণুগল্পটি শ্রেফ একটি নাম শুনেই অনেক আগে লিখেছিলাম। কেন জানি ‘হুমায়রা’ নামটি ভালো লেগেছিল, যেভাবে ‘শিহাব’ অনেক ভালো লাগা একটি নাম। এজন্যই আমার অনেক অণুগল্পে পুরুষ প্রধান চরিত্রে শিহাবের উপস্থিতি।
।। অণুগল্প : হুমায়রা ।।
পিচঢালা পথটিকে পিছনে ফেলে দীর্ঘকায় মানুষটি চায়ের দোকানের সামনে এসে থামে। বেঞ্চে কয়েকজন খদ্দের বসে অলস সময় কাটাচ্ছে। সে নিজেও বসে। চায়ের অর্ডার দেয়। দোকানদার একবার তাকে দেখে একপলক। শেষে নির্দিষ্ট কাপটি গরম পানি দিয়ে ধুয়ে নেয়।
তপনের একটা গান বাজছে সিডি প্লেয়ারে। ‘ফরেষ্ট হীলে এক দুপুরে’। একটু অবাক হয় লোকটি। আজকাল এরকম গান সচরাচর চা’র দোকানে বাজে না! নিজের দৃষ্টিসীমায় সর্পীল পথটি চলে গেছে বহু দূর… পথের দু’পাশের ইউক্যালিপটাস গাছগুলোর ঝাঁঝালো পাতা বসন্তের এই মাতাল হাওয়ায় ইতস্ততঃ ঝরে পড়ছে। কালো পিচের পথটি, জায়গায় জায়গায় জীবন্মৃত পাতাদের সবুজ-হলদেটে আভায় উদ্ভাসিত হয়ে আছে। সেই পথ ধরে পাতাঝরার মুর্ছনায় আন্দোলিত হয়ে হেঁটে আসছে এক তরুণী। অচেনা… একা… শেষ বিকেলের সবুজ আলোয় তাকে কেমন নরম লাগছে!
সামনে পিছনের দুটি পথ মুহুর্তে বিস্মৃত হয়… স্মৃতির অনেক গভীর থেকে উঠে আসা এক নষ্ট অতীত, যেন হিরণ্ময় দ্যুতিতে আলোকিত করে টেনে আনে এক কুহকী প্রহর। দীর্ঘ মানুষটি একবার ভাবে, ‘আচ্ছা, হুমায়রা কেমন আছে এখন? অপেক্ষার প্রহরগুলোতে বিরক্ত হতে হতে ওর ভ্রু-গুলো কি এখনো কুঁচকে থাকে?’
একটু হাসে সে। একটি গান কত স্মৃতিই না ধারণ করে।
____________
#মামুনের_অণুগল্প
হুমায়রা এবং শিহাব। তুলনামূলক বিচারে পাঠক হিসেবে আমি শিহাবকেই এগিয়ে রাখবো। শব্দ ভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ মি. মামুন।
আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো, ভাইয়া।
শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা।

এমন সাফল্য যেন অনেককাল বইতে পারেন শুভকামনা মহ. আল মামুন ভাই।
আপনার আশীর্বাদ কবুল হোক প্রিয় দাদা। শুভেচ্ছা…

গল্পের স্মৃতিচারণ চমৎকার এসেছে মামুন ভাই।
আপনার সুন্দর অনুভব আমার লেখার প্রেরণাহলো জানবেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা…
আপনি আসলেই জিনিয়াস প্রিয় গল্প দা।
আপনি, মুরব্বী ভাইয়া এবং সৌমিত্র দাদা-এই ব্লগের সেই প্রথম থেকেই আমার সাথে থেকে লেখায় প্রেরণা দিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞতা জানবেন প্রিয় রিয়াদি'।
শুভেচ্ছা…

আপনার গল্প গুলোন বেশ সরল ভাবনায় লিখা বলে পড়তে সহজ লাগে।
আপনার সুন্দর অনুভূতি আমার লেখায় প্রেরণা হলো জানবেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা..
ভালো হয়েছে
ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা..