আজ আমি ভালো নেই
কেমন আছো বাংলাদেশ, দুর্লভ স্বাধীনতা
কেমন আছো রাঙা ঠোঁটের মেয়ে
কেমন আছো ব্যস্ত শহর, মানবিক পাঠশালা
কেমন আছো চাষীর মাঠ পল্লী দুপুর,
আমন ধানের শাদা ভাত-মাছ ভরা পুকুর
আজ আমি ভালো নেই। বল্গা চাঁদ মিল্কি হাসে
গাছগুলো দেওয়ালে দেওয়ালে পিরামিড
মেষের ক্ষুরে দলছুট অরণ্য, ধূলো দৌড়ায়-
লাল রক্তে আঁকা আমাদের মিশ্রিত বসবাস!
আপনার কবিতার শব্দ শৈলী আমার কাছে অসাধারণ লাগে মি. টিপু সুলতান।
ভালো থাকতে হবে প্রিয় কবি টিপু সুলতান ভাই। অনেক সুন্দর …
ইউনিক কবিতা।
অসাধারণ কবি টিপু দা।
নিঃসন্দেহে ভালো লিখা।
ভালো থাকুক আমার বাংলাদেশ । কবিতার প্রবল আক্ষেপ ঘুচে যাক । মুগ্ধতা রাখলাম ।
দেখা হলে মন ভালো করে দেবো কবি।