-সে দিন সন্ধ্যাবেলা
পূর্বালী জোনালার পাশ দিয়ে,
হঠাৎ স্বর্ণদেহের দীপটা-
ঝিলিক মেরে উঠল !
নিভে গেলো আমার জ্বলান্ত নেম্পুটা-
আনন্দে তখন ভিক্কু দার মতো হয়ে গেলাম;
জোনালার কোণে উঁকি মেরে দেখি !
লজ্জায় রাঙাদীপটারও আলো নিভুনিভু করছিল;
আজও জোনালার পাশে শিকধরে রই-
অপেক্ষায় কত সন্ধ্যা পুহায় !
কিন্তু সেই সন্ধ্যা আর আসে না ?
শুধু একটি বারের জন্যে ফিরে দেখতে চাই !
চলে এসো স্বর্ণদেহের দীপটা ।
০৮/০১/১৭
========
কবিতাটি পড়লাম কবি মি. সরকার। বেশ লিখেছেন।
এটা মূলত বিশেষ স্মৃতিচারণ কবিতা
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা——–
আজও জোনালার পাশে শিকধরে রই-
অপেক্ষায় কত সন্ধ্যা পুহায় !
কিন্তু সেই সন্ধ্যা আর আসে না ?- আসবে, অপেক্ষায় থাকুন।
জ্বি না দাদা
জানালাদেখেছি ভাঙ্গা
অনেক ধন্যবাদ মামুন দা————