একখণ্ড কালোমেঘ

কিংবদন্তী হতে আসিনি; সাধারণ মানুষের বেশে বসবাস
মহীরুহ হতে চাইনা, জনতার কাতারে রহিবার আশ
জন্মান্তর স্বপ্ন আজন্ম লালন করি বন্ধু, ঠাঁই চাই তব অন্তরে
বন্ধু বেশে, হৃদে প্রবেশাধিকার; অধিকারে অনধিকারে।

কি ছলনার ছলে পাড়ি জমালে ওপথে! কোন মিথ্যে অপবাদে
দাবী নিয়ে আসিনি পুরুষের, যে দাবী নাশে বন্ধুত্বে-
কোন সাইমুম ঝড়ে তোমার দর্পণ আজ এত ঘোলাটে মরীচিকাময়
স্বপ্ন আজ ধূসর হয়েছে; কোন এক নিমর্জিত হতাশায়।

প্রাত্যহিক স্বপ্নের রবি উঠে গগণে, বর্ণিল হয়না শত অর্জনে
বেহুলার সুরে কাঁদিছে ধরণি, কালো মেঘ বাসর রচে গহীনে-
বহিরাবরণে উন্নত শির; অন্দরে নত শির নুয়ে পড়ে-
চলনে লৌহ মানব, একান্তে ভেঙে পড়ে কচি কিশলয়ের মত করে।

দিগবিজয়ী তাজের মাঝেও মুখ লুকিয়ে কাঁদে, জল শূন্য রোদনে
শিহরণ জাগেনা তবু পরাজিত সৈনিকের পৃষ্ঠ প্রদর্শনে-
অর্জনের ঝুলি শূন্যে ঠেকে! শূন্যের মাঝে বসবাস
অঝোর ধারায় ঝরে ভীষন্নতা, এ কেমন ভাদ্রমাস!

10 thoughts on “একখণ্ড কালোমেঘ

  1. সাবলীল উপস্থাপন। আপনার লিখার উপজীব্য এই বিষয়টিই আমার ভালো লাগে।
    সালাম এবং শুভকামনা রইলো প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, সালাম জানবেন।

  2. মনের মাধুরি দিয়ে এক রোদ্রহিসাবের প্রকাশ
    অনেক শুভেচ্ছা দাদা

  3. কিংবদন্তী হতে আসিনি; সাধারণ মানুষের বেশে বসবাস
    মহীরুহ হতে চাইনা, জনতার কাতারে রহিবার- অসাধারণ!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।