সব কবিতার বর্ণগুলি-দুরন্ত পথের খুব পরিচিতি
চঞ্চল মধ্যনিশিতে সুখের চাদরে হয়ে উঠে
একোই বিষয়বস্তুর রীতি নীতি !
কবিতা আর কি লেখবো -উড়ন্ত ফড়িংর সুখদুঃখ সবি
নিয়তির নিয়মে ব্যাক্যরা করে শুধু ছোঁয়াছুঁয়ি-
বৃদ্ধ বয়সের এক ঘাসফুলের পাপড়ি ঝরা পিরিতি।
দু’চোখ ভরে কবিতার দেখে নতুনত্বের স্বপ্নঘোর-
শুধু পরিকল্পনার অনাদায়ী হয়ে যায় ভোর
নিত্য আসা যাওয়ায় উচ্চারণে-
দাও না মধ্যদুপুর গায়ে বর্ণমালার নক্ষত্র !
আঁধার পূর্ণ কাব্যগ্রস্থ হবে ধূসর পরিচিতির স্বতন্ত্র।
১৯/০১/১৭
======
শেষ প্যারা অনন্য হয়েছে প্রিয়—-।।
জ্বি দাদা- জ্বি অশেষ ধন্যবাদ
ভাল থাকুন
দু’চোখ ভরে কবিতার দেখে নতুনত্বের স্বপ্নঘোর-
শুধু পরিকল্পনার অনাদায়ী হয়ে যায় ভোর
নিত্য আসা যাওয়ায় উচ্চারণে-
দাও না মধ্যদুপুর গায়ে বর্ণমালার নক্ষত্র !
অশেষ ধন্যবাদ মামুন দা
শুভেচ্ছা প্রিয় কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা আপনাকেউ শুভেচ্ছা নিবেন——–
বৃদ্ধ বয়সের এক ঘাসফুলের পাপড়ি ঝরা পিরিতি।
শুভেচ্ছা রইলো কবি।
রশিদ দা সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ
বয়সের ভারে ঝড়ে যাওয়া ঘাস ফুল
আবার বীজে রুপান্তরীত হয়ে
ঘনগোর বরষায় আনে নতুন জীবন
জীবন গোলাকার বৃত্তের বাইরে থেকে বের হতে পারে না।
সুন্দর লিখেছেন।
শুভকামনা।
জ্বি মন দা অনেক ধন্যবাদ
ভাল থাকুন———-
সুন্দর লেখা। ভাল লাগা রইল।
জ্বি আমিন দা অশেষ ধন্যবাদ
ভাল থাকুন——–