শেষ কবিতা শিশু

15203184_1817209741898463_5309121730885109714_n(1)

ছোট্ট একটি খাকি কাগজের শপিং ব্যাগ
আর হেডবিহীন একটি বল পয়েন্ট পেন
একদিন দীর্ঘক্ষণ পাশাপাশি-
গল্পকারের আসার অপেক্ষায় ছিল তারা।

গল্পকার আসবেন
শপিং ব্যাগটির বুক চিরবেন
বল পেনের তীক্ষ্ণ অগ্রভাগ অক্ষরে অক্ষরে ছেয়ে দেবে নীরব আকাশটিকে!
এমনই ভাবছিলো ওরা..

গল্পকার তখন অন্য ভুবনে একা একা
বিধ্বস্ত-বিপর্যস্ত-বিবর্ণ-বিরক্ত বীতশ্রদ্ধ অনুভবে
এক একটি ভুবন পরিক্রম করে চলেছিলেন নিজের মনে।

বিধ্বস্ত গল্পের কাঠামো দেখে তিনি বিপর্যস্ত
চরিত্রগুলির ক্রমশ: রঙ বদলানো দেখে বিবর্ণ
তার নিজ আকাশে আজ আর কোনো রঙ নেই
অক্ষরের উল্লাসের উৎসমূল মরে যাওয়ায় বিরক্ত তিনি
একটি কবিতাও কেউ আবৃত্তি করতে চায়নি তার
বীতশ্রদ্ধ এজন্যই তিনি নিজের ‘পর।
গল্পকারকে কে কবি হিসেবে মানতে চায় বলুন..

তারপর ও..
খাকি শপিং ব্যাগ হৃদয় উন্মুক্ত করে রাখে সরবে
বল পয়েন্ট পেনটি হেড হারাবার ব্যথা লুকোয় নীরবে
গল্পকার কবিকে লুকান সন্তর্পণে
ফেলুক কবি দীর্ঘশ্বাসগুলো গোপনে।

একদিন গল্পকার কবিকে সাথে নিয়ে ফিরলেন
তখন শপিং ব্যাগটি ধুলায় মিশে গেছে
বল পয়েন্ট পেন তীক্ষ্ণ অগ্রভাগ হারিয়ে কালিবিহীন শূণ্যতায় নি:শেষ
কোথায়ও কিছু নেই
সব নিশ্চুপ নিঝুম নিমগ্ন সুখে..

কবির মৃত্যু হল আজ
গল্পকার কবির মৃত কবিতা শিশুর লাশ আগলে বসে রইলেন দীর্ঘক্ষণ!!

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

12 thoughts on “শেষ কবিতা শিশু

  1. কবির মৃত্যু হল আজ
    গল্পকার কবির মৃত কবিতা শিশুর লাশ আগলে বসে রইলেন দীর্ঘক্ষণ!!
    নতুনত্বের গন্ধপেলাম দাদা

    1. ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি জানিয়ে যাবার জন্য। অনেক ভালো থাকুন প্রিয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার ভালোলাগার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা প্রিয় ভাইয়া।
      অনেক ভালো থাকুন সবসময়।
      শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. একদিন গল্পকার কবিকে সাথে নিয়ে ফিরলেন…
    উষ্ণ শুভেচ্ছা রইলো মিতা।

  3. গল্পকার কবিতাতেও বেশ দারুণ দেখালেন। কবিতার মাঝে যে আবহ সৃষ্টি করেছেন তা প্রশংসনীয়। শুভকামনা।

    1. আপনার লেখা থেকে অনুভূতি অর্জন করেছি প্রিয় প্রহেলিকা :)
      জীবনের সুপ্ত একটি ইচ্ছের প্রকাশ করছি এবারের বইমেলায়। ‘শেষ তৈলচিত্র’ আমার প্রথম এবং শেষ কাব্যগ্রন্থ। এরপর একমাত্র কাব্যগ্রন্থের কবি ফিরে যাবেন নিজের গল্পের আসরে।

      অনেক ভালো থেকো প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    2. শেষ তৈলচিত্র’এর খবর আগেই জেনেছি। শুভেচ্ছা জানানো হয়নি, এখন জানিয়ে দিলাম। আশা করছি শেষ তৈলচিত্র পাঠক মনে তৃপ্তি বয়ে আনবে। শেষ তৈলচিত্র’র সফলতা কামনা করছি।

  4. লেখাটি প্রশংসার দাবিদার।
    অভিনন্দন ও শুভ কামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।