ঘরের মধ্যে শুধু লুকচুরি
বাহিরে সাজাও দালানকুঠড়ি-
ভাবতরঙ্গে কাটার বাগান
দু’নদীর মাঝে অথৈই কষ্টবান;
লুকচুরি খেলা করে চঞ্চল সময়
ফুরায়েছো হারায়েছো কষ্টময়-
ফিরতি গাঁয়ে কৃষ্ণচূড়াতলে,
বুকের মাটি পুড়ছে অনলে।
অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।
২৯/০১/১৭
অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।- বাহ!
জ্বি দাদা -ভাল থাকুন
অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।
অশেষ ধন্যবাদ দাদা
ভালো লাগলো।
শুভ সকাল
ধন্যবাদ সাহারাজ দা
অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।
শুভেচ্ছা রইলো কবি।
জ্বি দাদা অনেক ধন্যবাদ
ভাল থাকুন
ভালো লাগলো
জ্বি দিদি কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ
বেশ সুন্দর লিখা মি. সরকার।
নিয়মিত ভাবে শব্দনীড়কে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে।
জ্বি মুরুব্বী দা