এক পটভুমি

images
ঘরের মধ্যে শুধু লুকচুরি
বাহিরে সাজাও দালানকুঠড়ি-
ভাবতরঙ্গে কাটার বাগান
দু’নদীর মাঝে অথৈই কষ্টবান;

লুকচুরি খেলা করে চঞ্চল সময়
ফুরায়েছো হারায়েছো কষ্টময়-
ফিরতি গাঁয়ে কৃষ্ণচূড়াতলে,
বুকের মাটি পুড়ছে অনলে।

অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।

২৯/০১/১৭

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “এক পটভুমি

  1. অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
    অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।- বাহ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
    অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।
    শুভেচ্ছা রইলো কবি।

  3. বেশ সুন্দর লিখা মি. সরকার।
    নিয়মিত ভাবে শব্দনীড়কে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।