জেগেছি

উন্নয়নের নামে প্রতিশ্রুতি দিয়ে
করেছ জনসমাবেশ,
তবে কেন দফায় দফায় পালটে
রংঢং পরিবেশ?

ক্ষমতার দাপটে দেশটা কে লুটেপুটে
নিজেরাই নিজেরা খাচ্ছ,
আমরা আমজনতা প্রতিবাদ করলে
পাগলা কুকুর হয়ে কামড়াচ্ছ।

মুখ বুঝে সব সইবো না আর
খুলব এবার মুখ,
এতে যদি হয় তোমাদের
বুকভরা যতো দুক।

যতো করেছ ভণ্ডামি তেলেছমাতি
বলবো সেই অপকর্মের কথা,
নির্ভয়ে প্রতিবাদও করবো এবার
যদিও লাগে ব্যথা।

যুগযুগান্তর যেমন করে খেলেছ
অত্যাচার রক্তপাতের খেলা,
এখন আর তেমন করে
চলবে না-যে বেলা।

আমরা বিপ্লবী জেগেছি আজ
খুলেছি এবার চোখ,
দাদাদের দাঁতভাঙা জবাব দিবো
যা হবার তাই হোক।

10 thoughts on “জেগেছি

  1. যুগযুগান্তর যেমন করে খেলেছ
    অত্যাচার রক্তপাতের খেলা,
    এখন আর তেমন করে
    চলবে না-যে বেলা।-অবশ্যই চলবে না আর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ সুন্দর মন্তব্য দেবার জন্য।
      শুভ কামনা রইলো ভাইজান

    1. ধন্যবাদ প্রিয় আলমগির ভাই।
      শুভেচ্ছা জানবেন

  2. আমরা বিপ্লবী জেগেছি আজ
    খুলেছি এবার চোখ,
    দাদাদের দাঁতভাঙা জবাব দিবো
    যা হবার তাই হোক।
    অভিনন্দন কবি।

    1. ধন্যবাদ প্রিয় কবি মামুন রশিদ ভাই।
      শুভেচ্ছা রইলো

    1. শুকরিয়া প্রিয় রিয়া বুবু।
      কৃতজ্ঞতা জানবেন

  3. কবিতার জন্য অভিনন্দন কবি মোঃ সাহারাজ হোসেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভেচ্ছা জানবেন প্রিয়
      মুরুব্বী ভাই।
      ধন্যবাদ

মন্তব্য প্রধান বন্ধ আছে।