ছন্দহীন দেহ

tonmoy1248_1278861621_1-nature_0040

দেহের সোনালী ছন্দপতন হয়েছে- সবটুকু বালুময়
স্বপ্নরা কুঁড়েছে সাহারা মরু ক্ষয় !
তবুও মনমাঝি চলছে শঙ্খচিল মাছরাঙার ডানায়-
পুস্পরত ফুল ফল ঘাসফড়িং বৃষ্টিতে ভিজে যায়;

আর একমুঠো ধূলির শ্লোগান করেছে স্পর্শকাতর
স্মৃতির জলতরঙ্গ ছন্দদেহের !
শুধু অজানা দূরত্বের সাজায়েছে বুঝি বাতিহীন ঘর-
জানালার ফাঁকে নক্ষত্রগুলো করেছে নিশাচর বর।

তবুও ছন্দহীন দেহ একলা পথের রথ !
০৭/০২/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “ছন্দহীন দেহ

  1. অজানা দূরত্বের সাজিয়েছ বুঝি বাতিহীন ঘর-
    জানালার ফাঁকে নক্ষত্রগুলো করেছে নিশাচর বর।

    ___ চমৎকার কথা। পছন্দ হলো কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তবুও মনমাঝি চলছে শঙ্খচিল মাছরাঙার ডানায়-
    পুস্পরত ফুল ফল ঘাসফড়িং বৃষ্টিতে ভিজে যায়;—- চমৎকার কবি।।

  3. আর একমুঠো ধূলির শ্লোগান করেছে স্পর্শকাতর
    স্মৃতির জলতরঙ্গ ছন্দদেহের https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।