পেটমুছরে হাগা

image_depression3

যে পাতে খায় রে- ওরা আগে
সেই পাতে পেটটা মুছে হাগে-
স্বাথের দিকে মকমকায়া পরে
জীবন ঘুমাইলো জঙ্গল ধারে !

কি বুঝবে আর ওরা পাতিলপুড়া
বাঁশপাতা আর কাটকাটালি ঝার-
তবুও ওদের মন ভরে না খরজলে
পুষাস্বার্থ ফুরালে দেখায় অহংকার;

শুধু ওরা যে পাতে খায় রে আগে-
সেই পাতে পেটটা মুছে হাগে ।।
০৯/০২/১৭
——–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “পেটমুছরে হাগা

  1. শুভেচ্ছা মি. সরকার। লিখায় আপনার আশ্লেষ প্রকাশ পেয়েছে।

    এই থিম এ আপনি আরও মার্জিত এবং গ্রহণযোগ্য শব্দ ব্যবহার করতে পারতেন। স্বার্থ বা স্বার্থ সংকেতের যথেষ্ঠ সমার্থক ভাষা আপনার কাছেই আছে। খুঁজলেই পেয়ে যেতেন।

  2. এই থিম এ আপনি আরও মার্জিত এবং গ্রহণযোগ্য শব্দ ব্যবহার করতে পারতেন। স্বার্থ বা স্বার্থ সংকেতের যথেষ্ঠ সমার্থক ভাষা আপনার কাছেই আছে। খুঁজলেই পেয়ে যেতেন।- মুরব্বী ভাইয়ার সাথে একমত। ছড়া/পদ্যের শিরোনাম এমন পছন্দ হলো না প্রিয় লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।